মোঃ এমদাদের চিকিৎসার দিয়িত্ব নিলিন যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ ইকবাল হায়দার
মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি ): চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সাউথ সন্দ্বীপ হাই স্কুলের ১৯৯৪ ব্যাচের প্রাপ্তন ছাত্র মোঃ এমদাদ অসুস্থ। তার পায়ের রক্তের চলাচল রক্ত হয়ে যাচ্ছে খুব শীঘ্রই তার অপেরশন করা দরকার তাই তার পরিবারের কাছে অপেরশনের খরচ বহন করা সম্ভব নয় তাই ফেউসবুকে পোষ্ট দেখে তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিলেন সন্দ্বীপ এডুকেশন সোসাইটি যুক্তরাষ্ট্রের সু-যোগ্য সভাপতি ও মানবতার প্রেমিক বিশিষ্ট সমাজ সেবক মোঃ ইকবাল হায়দার । ইতিমধ্যে উক্ত বিষয়ে তিনি উনাদের ৯৪ ব্যাচের বন্ধু মোঃ মনির কে দায়িত্ব দিয়েছেন। চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের মোঃ আব্দুল মালেক সাহেবের কৃতিসন্তান মোঃ ইকবাল হায়দার।