

মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি):
চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নের ৩ নং ওর্য়াডের আরিফুল ইসলাম সোহেল মেম্বার নারী নির্যাতন ও ধর্ষনের অভিযোগে মামলা করা হলে তাকে চট্রগ্রাম ডাবলমুরিং থানায় গ্রেপ্তার করেন পুলিশ।
উল্লেখ্য মেম্বার সোহেল ক্ষমতার অপব্যবহার করে গত সাত মাস আগে একটি নারী কে সন্দ্বীপ থেকে চট্রগ্রাম ফুঁসলিয়ে চট্রগ্রাম এনে ভাড়া বাসায় লুকিয়ে রাখে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এতে নির্যাতিত নারী মামলা করলে সে মামলায় গ্রেপ্তার হোন মেম্বার সোহল।