কৃষি_ঋণ_বিতরন দেশের ব্যাংকিং জগতে নতুন দিগন্তের দ্বার উম্মোচন করেছেন ব্যাংক এশিয়া লিমিটেড।
সোহেল রানা,উখিয়া প্রতিনিধি। দেশের ব্যাংকিং জগতে নতুন দিগন্তের দ্বার উম্মোচন করেছেন ব্যাংক এশিয়া লিমিটেড। সারা দেশে তৃণমুল জনগোষ্টিকে কৃষি ঋনের আওতায় নিয়ে এসেছে। তারই অংশ হিসেবে কক্সবাজারের উখিয়া শাখায় এজেন্ট ব্যাংকিং মাধ্যমে ব্যাংক এশিয়া উখিয়া বাজার শাখায় প্রথম আনুষ্টানিক ভাবে কৃষকদের মাঝে মাত্র ৪ পার্সেন সুদে ঋন প্রদান করেন। ১৫/০৯/২০২০ইং তারিখ সকাল ১১ টায় প্রথম পর্যায়ে ৫জন কৃষক কৃষাণীকে ৩০হাজার থেকে ৫০ হাজার টাকা করে কৃষি ঋনের নগদ টাকা বিতরণ করা হয়েছে। এ কৃ্ষি ঋন বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়া উখিয়া বাজার শাখার ম্যানেজার ও ব্যাংক এশিয়া কক্সবাজার জেলার ডি এম জনাব হারুনুর রশিদ কুতুবী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের সম্মানিত সদস্য ও বঙ্গমাতা ফজিলেতুনেছা মুজিব মহিলা সরকারী কলেজের অধ্যাপক এবং ব্যাংকের ডাইরেক্টর শিক্ষাবিদ জনাব হুমায়ুন কবির চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও চার্টার্ড লাইফ উখিয়া অফিসের ইনর্চাজ জনাব গফুর মিয়া চৌধুরী। ব্যাংকের পরিচালক বাবু রুপন বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যাংকের সেকেন্ড অফিসার সুকেল বড়ুয়া, কাষ্টমার সার্ভিস অফিসার ও কৃষি ঋনের দায়িত্ব প্রাপ্ত মিসেস কাইফা আল আরব চৌধুরী ,ক্যাশিয়ার নজরুল ইসলাম। আলোচনা শেষে কৃষক কৃষাণীর হাতে ঋনের টাকা তুলে দেন আগত অতিথিবৃন্দ ও ব্যাংকের সকল কর্মকর্তারা। ঋন গ্রহীতারা হলেন ছৈয়দ হামজা,রাজিয়া বেগম,মাহবুবুল আলম,সব্বির আহামদ,মিজানুর রহমান সিকদার।