সৈয়দপুরে কুখ্যাত যুদ্ধপরাধীর নইম খানের সন্তান দিলনেওয়াজ খান
মোঃ মাইনুল হক বিভাগীয় প্রধান রংপুর: নীলফামারী জেলায়, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মহসীনুল হক মহসিন এর বিরুদ্ধে মিত্যা ও বানোয়াট অপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন। উক্ত সাংবাদিক সম্মেলনের সময় উপস্থিত ছিলেন গণমাধ্যমের কমিরা সহ সৈয়দপুর উপজেলা ও পৌরসভার আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতা-কর্মী, তারা প্রতেক কে ভিন্ন ভিন্ন মত পোষণ করেন দিলনেওজের বিরুদ্ধে, এ সময় আরও উপস্থিত ছিলেন এদেশের শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারের নেতা কমী ও বীর মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন, এসময় সৈয়দপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধারা বলেন,যুদ্ধ চলাকালীন সময়ে বর্তমান সৈয়দপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক দিলনওয়াজের বাবা, নঈম খান ওরফে নঈম গুন্ডা, সৈয়দপুরের দক্ষিণে পারবোতি পুর উপজেলায় সেই সময় অবস্থান করতো, সেই জায়গায় তিনি ৩/৪ শ মানুষকে গণহত্যা লুটতরাজ করেন,এবং মা- বোনদের ধষন করে মেরে ফেলেন।শুধু তাই নয় অগণিত মানুষকে মেরে ফেলে, তাদের মরদেহ রেল ইন্জিনের বয়লারে পুরে ছাই করা হতো, মুক্তিযোদ্ধারা আরও বলেন রাজাকার আলবদরের ছেলে দিলনেওয়াজ খান কিভাবে আওয়ামী লীগে ধাই পায় এটা একটি দুঃখ জনক বিষয়,। এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাখেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ মহসীনুল হক মহসিন, তিনি বলেন,।,