মাংস ব্যাবসীয় এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ
মোঃ মাইনুল হক বিভাগীয় প্রধান রংপুর: গত ৯ আগষ্ট সৈয়দপুর উপজেলা থেকে প্রকাশিত একটি সহযোগী সাপ্তাহিক পএিকার প্রথম পৃষ্ঠায় সৈয়দপুরে মরা গরুর মাংস বিক্রি একজন গ্রেফতার, শিরোনামে প্রকাশিত হয়েছে সংবাদে ২ জনের নাম উল্লেখ করার প্রতিবাদ জানানো হয়, প্রতিবাদ পএে বলা হয়, প্রকাশিত সংবাদ চৌমুহনী বাজারে ৩ জন কসাই মিলে মরা গরুর মাংস বিক্রির কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে অভিযানে কসাই ,রমিজ উদ্দিন কে গ্রেফতার করা হয়েছে এবং সোহরাব হোসেন ও আলাউদ্দিন নামের ২ জন পালিয়ে যায় বলে সাপ্তাহিক পএিকায় সংবাদে উল্লেখ করা হয়েছে, অথচ ঔ সময় আমরা ঘটনাস্হলে ছিলাম না, অথচ একটি মহলের ইন্ধনে ভুল তথ্যের ভিত্তিতে আমাদের নাম উল্লেখ করে সহযোগী সাপ্তাহিক পএিকায় সংবাদ পরিবেশ করা হয়েছে। যাহা মহল বিশেষের শত্রুতামৃলক কাজ এবং সমাজে মাংস ব্যবসায়িক সুনাম নষ্ট করার অপচেষ্টা করা হয়েছে বলে আমাদের কাছে প্রতিয়মান হয়েছে। আমরা সহযোগী সাপ্তাহিক পএিকায় প্রকাশিত সংবাদটি উদ্দেশ্য প্রেণোদিত হওয়ায় আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি,। ,, মোঃ সোহরাব হোসেন ও আলাউদ্দিন, চৌমুহনী বাজার বাংলালীপুর ইউনিয়ন সৈয়দপুর নীলফামারী