করোনা উপসর্গে মৃত্যু বরণ করা ছাত্রদল নেতার দফন করলো কে এম মিনহাজ মাছুম বাবু’র টিম
চট্টগ্রাম সংবাদ: করোনা উপসর্গে অসুস্থ হাটহাজারী পৌর ছাত্রদল নেতা মোঃ আরিফ (২৪) আজ সকাল ১০ টা ৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বড় দিঘিরপাড় এলাকায় মৃত্যু বরন করেন, এমন খবর পাওয়া মাত্র দ্রুত ছুটে যায় হাটহাজারী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সহ সভাপতি ও হাটহাজারী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক কে এম মিনহাজ মাছুম বাবু’র নেতৃত্বে গঠিত টিম MINHAZ 11 vs COVID 19 মৃত আরিফের গোসল হতে শুরু করে দাফন পর্যন্ত যাবতীয় কার্য সম্পন্ন করেন টিমের সদস্যরা, ছাত্রদল নেতা কে এম মিনহাজ মাছুম বাবু’র নেতৃত্বে দাফন কার্যে অংশ গ্রহণ করেন মহানগর আইন ছাত্রফোরামের সদস্য সচিব শাহাদাত হোসেন আফনান, পাহাড়তলী ছাত্রদলের সহ-সভাপতি এস এম নিজাম উদ্দিন, সিনিয়র যুগ্ন সম্পাদক জুয়েল আলম,ইয়ামান মজুমদার, নুরুল হুদা হৃদয়,সাংগঠনিক সম্পাদক হাসিবুল করিম রাফি,ছাত্রনেতা কায়েস ও রিয়াদ প্রমুখ।