মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত সাবেক ছাত্রনেতা তোসাদ্দেক নূর চৌধুরী তপু এর আরোও একটি ব্যতিক্রমী উদ্যোগ
চট্টগ্রাম সিটি : মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত সাবেক ছাত্র নেতা তোসাদ্দেক নূর চৌধুরী তপু এর আরোও একটি ব্যতিক্রমী উদ্যোগগ্রহণ করেছেন। আসন্ন ঈদ উপলক্ষে সমাজে অসহায় হতদরিদ্র এবং দিনমজুর মানুষের মুখে হাসি ফোটাতে সাবেক ছাত্রনেতা চৌধুরী এর উদ্যোগে সবার মাঝে নতুন কাপড় বিতরণের একটি কর্মসূচি গ্রহণ করা হয়.তিনি এই কর্মসূচি ছাড়াও আরও অনেকগুলা কর্মসূচি করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো..

১/ করোনা ভাইরাস প্রতিরোধে মসজিদ গণপরিবহনে এলাকায় বিভিন্ন স্থানে স্যানিটাইজার ছিটানো ২/মাস্ক বিতরণ বিতরণ ৩/ডোর টু ডোর ১০ দিন ৩০০ মানুষের মাঝে খাবার বিতরণ ৪/করোনা মোকাবেলায় মোহাম্মদপুর এর বিভিন্ন পয়ন্টে জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে পানির কল স্থাপন করেন ৫/করোনা মোকাবেলায় মোহাম্মদপুরে বিভিন্ন দোকানগুলোর সামনে দূরত্ব নির্দেশক বুত্ত অঙ্কন ৬/ফ্রী সবজি বাজার ৭/ পুষ্টি গাড়ি যাবে আপনার বাড়ি,পুষ্টি জাতীয় ফলমূল বিতরণ ৮/ডোর টু ডোর সেহেরি বিতরণ ৯/মধ্যবিত্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ
