জাতীয় পর্যায়ে গুণী শিক্ষকের সম্মাননা পেলেন দুর্গাপুরের বিপ্লব বিকাশ পাল

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে কারিগরি (মাধ্যমিক) পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা পেয়েছেন নেত্রকোনার দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী। বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

সোমবার (০৫ অক্টোবর) বিকেলে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন, অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মাননা তুলে দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এসময় বিশেষ অতিথি ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার, বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ, ইউনেসকোর ঢাকার প্রধান সমন্বয়কারী ড. সুশান বিজ, রপবংপড় এর ডিরেক্টর জেনারেল ড. সেলিম এম আল মালিক, প্রবন্ধ পাঠ করেন চট্রগ্রাম বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক (অব:) গোলাম মুস্তাফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রনালয়ের সচিব রেহানা পারভীন।

অত্র প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে, প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করতে প্রতিষ্ঠানের শিক্ষকদের বিজ্ঞান, ইংরেজি এবং বাংলা বিষয়ে বিশেষ নজরদারীতে নিয়োজিত থাকেন এছাড়া শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষার কোর্স গ্রহনের ক্ষেত্রে শিক্ষার্থীদের মাঝে বিশেষ অবদান রেখে চলেছেন। পেশাগত নিষ্ঠা, সাংস্কৃতিক আবেগ আর সামাজিক দায়িত্ববোধ এই তিনের সমন্বয়েই তিনি হয়ে উঠেছেন একজন সফল শিক্ষক, প্রিয় সঞ্চালক এবং বহুমাত্রিক ব্যক্তিত্ব। অত্র এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ছুটে যান বিভিন্ন এলাকায়। অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল এর অবদানের স্বীকৃতিস্বরূপ গুণী শিক্ষক হিসেনে সম্মানিত করা হয়।

অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী বলেন, আমি প্রথমেই মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাকে এ সম্মনা দেয়ার জন্য। আমি মনে করি পরিশ্রম কখনোই বৃথা যায় না। অত্র প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে আমি নিষ্ঠার সাথে সকল দায়িত্ব পালন করেছি। শিক্ষার্থীদের পাঠদান ও ভালো ফলাফল করতে বিশেষ নজদারী করেছি। নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় অনুপ্রেরণা যুগিয়েছি। সকলের কাছে দোয়া চাই, আমি যেনো আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সাতক্ষীরা তালায় সুপারি বাগানে মিললো বৈদ্য নাথের মরদেহ

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজন সাহা বাজার সংলগ্ন নাথপাড়ায় প্রবীণ পাট ব্যবসায়ী বৈদ্য নাথ (৮০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে পাশের বাড়ির সুব্রত মল্লিকের সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রতিবেশী মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাতে বৈদ্য নাথ ভাত খেয়ে কোনো […]

শাহজাদপুরে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন

Share the post

Share the postমো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি: “আমি কন্যা শিশু স্বপ্নগড়ি, দেশের কল্যাণে কাজ করি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় […]