খুলনায় আবাসিক হোটেল থেকে ৯ জন আটক।
আব্দুর রাজ্জাক রাজুঃ স্টাফ রিপোর্টারঃখুলনা সদর থানায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯জন কে আটক করেছে পুলিশ গতকাল সকাল ১০ঘটিকায় আবাসিক হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১) খাদিজা পারভীন(৩৬) পিতা মৃত আঃ আজিজ সাং জাব্দিপুর থানা খানজাহান আলী,২) সুলতানা আক্তার (১৯) পিতা আবুল কালাম সাং রামনগর থানা রপসা জেলা খুলনা,৩)মাহি আক্তার (১৯) পিতা নয়ন সর্দার সাং বড়দিয়া থানা কালিয়া জেলা নড়াইল,৪) সুমাইয়া খানম (২২) পিতা মৃত সেলিম মোল্লা সাং ফুকরা থানা কাশিয়ানী জেলা গোপালগঞ্জ,৫) রাবেয়া খাতুন (২১) পিতা রাজু সর্দার সাং কেয়ার গাতি থানা আশাশুনি জেলা সাতক্ষীরা,৬)রানী (৩০)পিতা সোনা মিয়া সাং ঢোলপাড়া থানা তেরখাদা জেলা খুলনা,৭) মোছাঃ হোসনে আরা (২২)পিতা শেখ আঃ মজিদ সাং ভেকখালী থানা শ্যামনগর জেলা সাতক্ষীরা,৮) মোঃ মামুন বিশ্বাস (৩০) পিতা রনি বিশ্বাস সাং চাঁদপুর থানা কালিয়া জেলা নড়াইল,৯) মোঃ আমিনুর রহমান (২৭) পিতা নওশের আলী গাজী সাং তারানিপুর থানা শ্যামনগর জেলা সাতক্ষীরাদের গ্রেফতার করে কোট হাজতে প্রেরণ করেন খুলনা সদর থানা পুলিশ।