ব্রাহ্মণবাড়িয়ার আটলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।
মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের তরুণ যুবকদের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ও উত্তীর্ণ সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ গ্রামের কেন্দ্রীয় খেলার মাঠে শাহরিয়ার আলম রানা ও জাবেদ ভূইয়ার যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণ মুরব্বি ইলিয়াস ভূইয়া,শিক্ষক রতি রঞ্জন শর্মা ,আলমগীর ভূইয়া,আবু অহিদ মিয়া,আব্দুস সালাম মাস্টার,শিক্ষক জাহাঙ্গীর,মো.ইসমাইল মিয়া,মিন্টু মিয়া, রঙ্গু মিয়া, ইয়াসিন ভূইয়া , জামাল ভূইয়া,আবু কালাম মিয়া,রোস্তম আলী,শামিম মাহমুদ,মনির মিয়া,সুমন মিয়া,আবু হানিফ,জসিম মিয়া,সোহাগ মিয়া প্রমূখ।এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন মোজাহিদুল ইসলাম রনি,নূরে মাওলা ও নোমান মোল্লা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন, ও এরকম আয়োজনের প্রশংসা করে বলেন শিক্ষা জাতির মেরুদন্ড আমরা যদি প্রত্যেক এলাকায় এরকম করে শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিয়ে উদ্বুদ্ধ করি শিক্ষার্থীরা উচ্চশিক্ষিত হয়ে ভবিষ্যতে আরো ভালো করবে দেশ ও জাতির মঙ্গল বইয়ে আনবে এর সাথে নিজ এলাকার নাম উজ্জ্বল করবে।