আশুলিয়ায় একইদিনে বিএনপির-এনসিপির সমাবেশ: বাড়তি নিরাপত্তা প্রস্তুতি 

Share the post
মো: শাকিল শেখ সাভার(ঢাকা):ঢাকার সাভারের আশুলিয়ায় আগামীকাল বিএনপির জনসভা এবং জাতীয় নাগরিক পার্টির (এনপিসি) পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। একই দিনে বিএনপির জনসভা এবং এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে উভয় দলেরই স্থানীয় নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছে। স্বল্প দূরত্বে দুই দলের প্রোগ্রাম ঘিরে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিএনপির ঢাকা জেলা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম আশুলিয়ার দারুল ইহসান মাদরাসার মাঠে জনসভা ও এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সেজুতি হোসাইন আশুলিয়ার বাইপাইলে থেকে পদযাত্রা ও সমাবেশ হবে বলে নিশ্চিত করেছেন।
বিএনপি নেতা মো. খোরশেদ আলম জানান, আশুলিয়ায় আগামীকাল বিকেল ৩টার দিকে দারুল ইহসান মাদরাসার মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থানীয় কমিটি’র সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির স্থায়ী কমিটি, জেলা ও উপজেলাসহ সব পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
অপরদিকে এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সেজুতি হোসাইন জানান, আগামীকাল নরসিংদীতে বেলা ১১টায় প্রোগাম করা হবে। এরপরে বিকেল ৫টায় আশুলিয়ার বাইপাইলে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই পদযাত্রা ও সমাবেশকে সফল করার জন্য দলীয় নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছে। এদিন উপস্থিত থাকবে দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
এদিকে দুই দলের সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, আগামীকাল এনসিপির পদযাত্রা ও বিএনপির জনসভা অনুষ্ঠিত হবে। সে কারণে আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নবনিযুক্ত অধ্যক্ষ ইফতেকার আলীকে ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের সংবর্ধনা 

Share the post

Share the postমো: শাকিল শেখ  সাভার (ঢাকা):ধামরাই সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ  অধ্যাপক মো.ইফতেকার আলীকে ফুলের সংবর্ধনা জানিয়েছেন কলেজ ছাত্রদল। রবিবার (১০ আগস্ট) দুপুরে ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দদের উদ্যোগে অধ্যক্ষ মো.ইফতেকার আলীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন,উপাধ্যক্ষ প্রফেসর মো.জিয়াউল হক ছাত্রদল নেতা ফাহাদ হোসেন বলেন, ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে […]

ধামরাই সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ইফতেকার আলীকে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের ফুলের সংবর্ধনা

Share the post

Share the post মো: শাকিল শেখ সাভার (ঢাকা):ধামরাই সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ  অধ্যাপক মো.ইফতেকার আলীকে ফুলের সংবর্ধনা দিয়েছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা রবিবার (১০ আগস্ট) বেলা ১২ টার দিকে ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শনকালে তাকে এ ফুলের সংবর্ধনা জানানো হয়। এসময় নবনিযুক্ত অধ্যক্ষ মো.ইফতেকার আলীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন এই বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা। পরে […]