মাইলস্টোন শিক্ষার্থী সাভারের লামিয়ার সমাধিতে বিমান-বাহিনীর শ্রদ্ধা

Share the post
মো: শাকিল শেখ সাভার (ঢাকা):মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত সাভারের লামিয়ার সমাধিতে বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে উইং কমান্ডার আব্দুল বাসেদের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে সাভারের বিরুলিয়ার বাগ্নীবাড়ী কেন্দ্রিয় কবরস্থানে নিহত লামিয়ার সমাধিতে সন্মান প্রদর্শন এবং ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিমান বাহিনীর পক্ষ থেকে আসা উইং কমান্ডার আব্দুল বাসেদসহ ইউনিটের অন্যান্য সদস্যরা।
এসময় বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি, বীর উত্তম এ.কে খন্দকারের উইং কমান্ডার আব্দুল বাসেদ বলেন, “আমি বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে মরহুমা লামিয়া আক্তার সোনিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের জন্য বিরুলিয়ার বাগনিবাড়ি আক্রান এলাকায় এসেছি। সবাই জানেন গত ২১ জুলাই মর্মান্তিক যুদ্ধ বিমান দুর্ঘটনায় বেশ কিছু কোমলমতি শিক্ষার্থী,অভিভাবক শিক্ষিকা স্কুলের স্টাফ পাইলটসহ শাহাদাত বরণ করেছেন।
তিনি বলেন, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত, এরকম দুর্ঘটনা কখনো বাংলাদেশ বিমানবাহিনীর ইতিহাসে ঘটেনি। দুর্ঘটনা কোন আত্মাধীন কিছু ব্যাপার নয়, দুর্ঘটনা দুর্ঘটনাই। সেই দুর্ঘটনার প্রতিটা কারণ অনুসন্ধানের জন্য উচ্চ পর্যায়ের বেশ কয়েকটি তদন্ত প্রক্রিয়া চলমান আছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষ থেকে একটাই মেসেজ,যে আমরা  বিমানবাহিনীর মানুষ সবাই আমরা দেশের মানুষ। আমরা দেশের স্বার্থে দেশের জন্যই কাজ করি। যদিও কোন না কোন দুর্ঘটনায় এরকম অবস্থা হয়েছে, সেটার জন্য আমরা সর্বোপরি যত ধরনের সহযোগিতা, সেবা বা অন্য যেকোন কিছু সম্ভব সেটা আমরা করতে সচেষ্ট, বদ্ধপরিকর।
আপনারা জানেন, স্কুলের বিভিন্ন বাচ্চাদের কাউন্সিলংয়ের জন্য পুর্বাসন টিম, মেডিকেল টিম এবং এই শোককে কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন কাউন্সিলিং, বিশেষজ্ঞদের যেসকল সহায়তা সব কিছুর জন্য বিমানবাহিনীর জরুরি ২৪/৭ ঘন্টার সেবা সেল চালু রাখা হয়েছে। আপনাদের যে কোন প্রয়োজনে সেসব সেলের মাধ্যমে বিমানবাহিনীর সেবা নিতে পারেন।
এসময় নিহত লামিয়ার পরিবার ও বিমানবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নবনিযুক্ত অধ্যক্ষ ইফতেকার আলীকে ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের সংবর্ধনা 

Share the post

Share the postমো: শাকিল শেখ  সাভার (ঢাকা):ধামরাই সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ  অধ্যাপক মো.ইফতেকার আলীকে ফুলের সংবর্ধনা জানিয়েছেন কলেজ ছাত্রদল। রবিবার (১০ আগস্ট) দুপুরে ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দদের উদ্যোগে অধ্যক্ষ মো.ইফতেকার আলীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন,উপাধ্যক্ষ প্রফেসর মো.জিয়াউল হক ছাত্রদল নেতা ফাহাদ হোসেন বলেন, ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে […]

ধামরাই সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ইফতেকার আলীকে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের ফুলের সংবর্ধনা

Share the post

Share the post মো: শাকিল শেখ সাভার (ঢাকা):ধামরাই সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ  অধ্যাপক মো.ইফতেকার আলীকে ফুলের সংবর্ধনা দিয়েছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা রবিবার (১০ আগস্ট) বেলা ১২ টার দিকে ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শনকালে তাকে এ ফুলের সংবর্ধনা জানানো হয়। এসময় নবনিযুক্ত অধ্যক্ষ মো.ইফতেকার আলীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন এই বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা। পরে […]