মাইলস্টোনে নিহতদের আত্মার মাগফরোত কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল
তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফরোত কামনা ও আহতদের দ্রæত সুস্থতা কামনা করে নেত্রকোণার দুর্গাপুরে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন এর আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহ:স্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে স্থানীয় কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে দারুল উলুম মাদরাসার মোহতামিম মুফতি মো. হুমায়ুন কবীর নিহতদের আত্মার মাগফিরাত এবং দেশ জাতীর কল্যানে এক মোনাজাত পরিচালনা করেন। পরবর্তিতে সংগঠনের সভাপতি পলাশ সাহার সভাপতিত্বে কবি বিদ্যুৎ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ শহীদুল্লাহ খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ জিন্নাহ, সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, কবি লোকান্ত শাওন প্রমুখ।শোকসভায় বক্তারা বলেন, ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় যে ট্র্যাজেডি ঘটেছে তা সত্যিই হৃদয় বিদারক। এতে যারা শহীদ হয়েছে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি সেইসাথে আহতদের সরকারি খরচে দ্রæত উন্নত চিকিৎসা করানোর জন্য দাবি জানাচ্ছি। এই ট্র্যাজেডিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। সেইসাথে আর কোন বিমান দুর্ঘটনা হওয়ার আগেই, ঘনবসতিপুর্ন ঢাকাশহর থেকে বিমান প্রশিক্ষণ কেন্দ্রটি অন্যত্র সরিয়ে নেয়ার জোর দাবী জানানো হয়।