‎নাম ও রোল নম্বরবিহীন খাতা মূল্যায়ন চায় পাবিপ্রবি শিক্ষার্থীরা

Share the post
মনিরুল ইসলাম,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পরীক্ষার ফলাফলে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নাম ও রোল নম্বরবিহীন খাতা মূল্যায়ন পদ্ধতি চালুর দাবি জানিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ (পাবিপ্রবি) শিক্ষার্থীরা। আজ বুধবার (২৩ জুলাই) সকাল ১২ টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বরাবর শিক্ষার্থীরা আবেদন জমা দেন।
‎শিক্ষার্থীরা জানান, বর্তমানে খাতায় পরীক্ষার্থীর নাম ও রোল নম্বর লেখা বাধ্যতামূলক থাকায় পরীক্ষকের পক্ষে চেনাজানা শিক্ষার্থীর প্রতি পক্ষপাতমূলক আচরণ করার সম্ভাবনা থেকে যায়। এতে প্রকৃত মেধার যথাযথ মূল্যায়ন ব্যাহত হয় এবং ন্যায্য ফলাফলের জায়গায় আসে সন্দেহ ও অনাস্থা। তারা আরও বলেন, পরিচয়বিহীন খাতা মূল্যায়ন চালু হলে এমন অনিয়মের অবসান ঘটবে এবং একাডেমিক পরিবেশ আরও স্বচ্ছল হয়ে উঠবে।
‎স্বারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্বের বহু স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নাম ও রোল বিহীন খাতা মূল্যায়ন পদ্ধতি চালু আছে। এসব প্রতিষ্ঠানেও পরীক্ষার সময় কেবল নির্দিষ্ট কোড ব্যবহার করা হয়, যাতে শিক্ষক পরীক্ষার্থীর পরিচয় জানতে না পারেন। এর ফলে মূল্যায়নে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় থাকে।
‎ইলেকট্রিক্যাল,ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং  বিভাগের শিক্ষার্থী গোলাম নসরুল্লাহ বলেন,নাম বা রোল নম্বর খাতায় থাকলে শিক্ষক প্রভাবিত হতে পারেন। পরিচয়বিহীন খাতা মূল্যায়ন চালু হলে প্রত্যেক শিক্ষার্থী সমান সুযোগ পাবে,কার পরিচিত কি, সেটা কোনো প্রভাব ফেলবে না। এটি শুধু স্বচ্ছতাই নিশ্চিত করবে না, বরং শিক্ষার্থীদের মানসিক আত্মবিশ্বাসও বাড়াবে যে, তারা প্রকৃত মূল্যায়ন পাচ্ছে।
‎ইংরেজি বিভাগের শিক্ষার্থী মজনু আলম বলেন, আমরা চাই এমন একটি ব্যবস্থা, যেখানে পরীক্ষার সময় খাতায় শুধু কোড থাকবে নাম বা রোল নম্বর নয়। এতে করে শিক্ষক খাতা দেখে বুঝতে পারবেন না কার খাতা মূল্যায়ন করছেন, ফলে শতভাগ নিরপেক্ষতা বজায় থাকবে। এতে শিক্ষক-শিক্ষার্থী উভয়ের ওপর চাপ কমবে এবং ফলাফল নিয়ে প্রশ্ন তোলার সুযোগও থাকবে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ এর দায়ে ১৩ জনকে আটক করেছে বিজিবি

Share the post

Share the postইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে ভারত থেকে পুশইন করা ১৩ জনকে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়। মহানন্দা ব্যাটালিয়নের, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোলাহাট ইউনিয়নের চাঁনশিকারী বিওপি’র  সীমান্ত পিলার ১৯৬/২-এস এর নিকট দিয়ে ১৩ জন পুরুষ নাগরিককে প্রতিপক্ষ ১১৯ ব্যাটালিয়ন […]

ভোলায় জিঙ্ক ধানের বীজ সংরক্ষণ ও বিপণন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে ভোলায় ‘জিঙ্ক সমৃদ্ধ ধানের বীজ সংরক্ষণ ও বিপণন’ বিষয়ক এক দিনব্যাপী লিড ফার্মার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপ-পরিচালকের কার্যালয়ে এই আয়োজন করা হয়। কর্মশালাটি গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন), বাংলাদেশ-এর অর্থায়নে কৃষি […]