বাসার জমিদারের ছেলে জাহেদ কর্তৃক মারধর ও হেনস্তার শিকার ভাড়াটিয়া আপন ২ বোন। 

Share the post
বিশেষ প্রতিনিধি:চকরিয়া পৌরসভা ৪ নং ওয়ার্ড সবুজবাগ আবাসিক এলাকায় হানিফ ও জালাল ম্যানসন এর নীচতলায় ৭ তারিখ, শনিবার পবিত্র ঈদুল আযহার দিনে দিবাগত রাত ১২:৩০ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে।
হামলাকারী জাহেদ আওয়ামী দোসর জালাল এর ছেলে বলে জানা যায়।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ০৭/০৬/২৫ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ১২:১০ ঘটিকার সময় আমার মায়ের ভাড়া বাসা থেকে কুরবানি ঈদের খাওয়া দাওয়া শেষে ঘটনার দিন ০৭/০৬/২৫ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ১২:২০ ঘটিকার সময় আমার ভাড়া বাসার গেইটের সামনে এসে গেট খোলার জন্য মালিকের ছেলেকে অনুরোধ করি সাথে সাথে মালিকের ছেলে এসে গেট খুলে,অতঃপর অশ্লীল ভাষায় অতিরিক্ত গালিগালাজ করে এক পর্যায়ে মালিকের ছেলে জাহেদ আমার চুলের মুঠি ধরে টানা- হেচড়া করে।আমার মুখে,মাথায়,তলপেটে পর পর কিল,লাথি,ঘুষি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও তেতলানো জখম করে এবং আমার পরনের কাপড়-চোপড় ছিড়ে শ্লীলতাহানী করে। আমি জখমের ফলে চিৎকার দিলে ২ মাসের অন্তঃসত্ত্বা আমার বড় বোন মিনুয়ারা বেগম (৩০) এগিয়ে এসে আমাকে জাহেদ এর কবল থেকে উদ্ধারের চেষ্টা করলে জাহেদ আমার বড় বোনের মুখে, বুকে ও তলপেটে সজোরে পর পর লাথি মেরে বড় বোনকে মাঠিতে ফেলে বড় বোনের গলা চেপে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালায় এবং আমার বড় বোনের গলায় থাকা ১ ভরি ওজনের সর্ণের চেইন যার মূল্য (১ লক্ষ ৫৫ হাজার) টাকা নিয়ে ফেলে।এবং আমার বড় বোন ২ মাসের গর্ভবতী হওয়ায় তলপেটে গুরুতর জখম হয়।আমাদের শোরচিৎকারে পথচারী লোকজন এসে ঘটনা দেখতে পেলে আমাকে ও আমার বড় বোনকে জাহেদের কাছ থেকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য চকরিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আমার ও বড় বোন মিনুয়ার বেগমের জখমের  চিকিৎসা  করেন।আমাদের চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় ও ঘটনার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণকে অবগত করে থানায় এসে জাহেদ গং এর বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করি।
বর্তমানে জাহেদ আমাদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে  বলতেছে  আমাকে ও আমার বড় বোনকে ভাড়া বাসায় বসবাস করতে দিবে না,মারবে,কাটবে, সন্ত্রাসী লোকজন দিয়ে জানমালের অপূরণীয় ক্ষতি করবে। ঘটনার যথেষ্ট সাক্ষী প্রমান ও বর্ণিত ঘটনাস্থলে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ ধারণ করা আছে।
পরিশেষে প্রশাসনের কাছে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

টেকনাফে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৬ জেলে আটক..!

Share the post

Share the postফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি”কক্সবাজারের টেকনাফে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৩ হাজার ৭৫০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৬ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। পরে নৌকার মালিককে ৬ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়। ২৩ জুলাই বুধবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানিয়েছেন। সিয়াম-উল-হক জানান, গত রোববার […]

টেকনাফের ডাকাতদলের সঙ্গে পুলিশ-কোস্টগার্ডের গোলাগুলি..

Share the post

Share the postফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি’: কক্সবাজারের টেকনাফে সশস্ত্র ডাকাতদলের সঙ্গে কোস্টগার্ড ও পুলিশের সঙ্গে গোলাগুলি হয়েছে। উপজেলার জাদিমুরা পাহাড়ে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অপহৃত এক ব্যক্তিকে উদ্ধারের পাশাপাশি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। শনিবার মধ্যরাতে চালানো এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুনুর রশিদ। তিনি জানান, […]