ভোলায় তেলজাতীয় ফসল উৎপাদনে কৃষকদের অবদানের জন্য সম্মাননা প্রদান

Share the post

মোঃ সামিরুজ্জামন, ভোলা প্রতিনিধি : তেলজাতীয় ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ভোলার কৃষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সোমবার (৩ জুন ২০২৫) সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষ খামারবাড়ির ভোলায় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশিক্ষণ অফিসার ড. শামীম আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক। এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আলী আজিম শরীফ, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) এ. এফ. এম. শাহাবুদ্দিন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ভোলার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশিদুল হাসান অনিক, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, ভোলার সিনিয়র সহকারী পরিচালক মো. আবিদ হাসান, ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ভোজ্যতেলের চাহিদা মেটাতে স্থানীয় উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে তেলজাতীয় ফসল চাষে অংশ নিচ্ছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। সরকার কৃষকদের উৎসাহিত করতে এবং তাদের অবদানের স্বীকৃতি প্রদানের জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে, যা ভবিষ্যতে আরও কৃষকদের উৎপাদন বাড়াতে উৎসাহিত করবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বর্তমানে সূর্যমুখী, সরিষা, তিলসহ বিভিন্ন তেলজাতীয় ফসলের উৎপাদনে কৃষকরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছেন। আধুনিক প্রযুক্তি ও সঠিক কৃষি পরামর্শের ফলে তারা ভালো ফলন পাচ্ছেন, যা স্থানীয়ভাবে ভোজ্যতেলের যোগান বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে প্রায় ২০০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে সফল কৃষকদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

এই উদ্যোগ কৃষকদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করবে এবং তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আয়োজকরা আশাবাদী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

টাকায় মেলে প্রসূতি রোগীর সেবা: প্রভাব খাটিয়ে ২৬ বছরে অন্যের পদে কুসুম রানী পাইক ॥ ২ কোটি ৩৪ লাখ টাকা বাণিজ্য

Share the post

Share the postকবির হোসেন রাকিব  (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে প্রভাব খাটিয়ে অন্যের বাগিয়ে নিয়ে বাণিজ্যের। আখড়া বানানোর অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স কুসুম রানী পাইক। গত সোমবার এক ভুক্তভোগী নারীর তথ্যপ্রমাণে এমনটাই পাওয়া গেছে।জানা গেছে, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স কুসুম রানী পাইক বিগত ২৫/২৬ বছর আগে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি বেপরোয়া […]

সাতক্ষীরায় জাতীয় নির্বাচন বিষয়ে তরূণ নেতৃত্বাধীন সংলাপ অনুষ্ঠিত হয়েছে

Share the post

Share the postআবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জাতীয় নির্বাচন নিয়ে তরূণ-নেতৃত্বাধীন সংলাপ তারুণ্যের কন্ঠে জনগণকেন্দ্রিক ইশতেহার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, নাগরিক কমিটির সদস্য, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও, সাংবাদিক ও কমিউনিটির অন্যান্যদের সমন্বয়ে স্থানীয় চাহিদা নিরূপনে নির্বাচনী ইশতেহার  শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকাল ১০ টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে (লেকভিউ) […]