

ইবি প্রতিনিধি:কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সংগঠন ইসলামীক ইউনিভার্সিটি আইটি সোসাইটির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ এবং প্রবীণ সদস্যদের ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
এসময় সংগঠনটির সভাপতি মোঃ হাসিব মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাজাহিদুল ইসলাম ও সংগঠনের কার্যনির্বাহী সদস্যবৃন্দ সহ নবীন এবং প্রবীণ সদস্যরা।
এসময় নবীন শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে এসে আমরা তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট একটি সংগঠনে যুক্ত হতে পেরে গর্ববোধ করি। এই সংগঠন থেকে আমরা কম্পিউটারের বিভিন্ন এপ্লিকেশনের কাজ শিখতে চাই যা আমাদেরকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সহায়তা করবে। সর্বোপরি এই প্লাটফর্ম থেকে অর্জিত জ্ঞান নিজের ক্যারিয়ার গঠনে ভূমিকা পালন করবে এই প্রত্যাশা রাখি।
সংগঠনটির সভাপতি এমডি হাসিব মিয়া বলেন, “প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং এর সাথে তাল মিলিয়ে চলার জন্য আইটি সেক্টরে দক্ষতা বাড়ানো অত্যাবশ্যক। আমরা বিশ্বাস করি, প্রযুক্তির মাধ্যমে শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, বরং সমাজের উন্নয়নও সম্ভব। তাই ইসলামী বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে। আজ নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আইটি সোসাইটি পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করেছি। আমরা সম্মিলিত প্রচেষ্টায় ব্যক্তি, সংগঠন এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই।”