ববি’তে BURHES এর উদ্যোগে গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Share the post

আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধিঃবরিশাল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন সোসাইটির (BURHES) উদ্যোগে আজ (২৪ মে ২০২৫) একটি গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম।

BURHES-এর প্রেসিডেন্ট নুসরাত জাহান স্বর্ণার সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও BURHES-এর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ। তিনি উচ্চশিক্ষা ও গবেষণার প্রাসঙ্গিকতা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সেমিনারে বিভিন্ন অনুষদের গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 BURHES এর প্রেসিডেন্ট নুসরাত জাহান স্বর্ণা তার বক্তব্যে বলেন, “বাংলাদেশে একটি শক্তিশালী গবেষণা সংস্কৃতি গড়ে তুলতে হলে তরুণদের মাঝে গবেষণার আগ্রহ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সংগঠন BURHES সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে—তথ্যভিত্তিক, সমাজকেন্দ্রিক ও মানবিক গবেষণাকে উৎসাহিত করতে। আজকের সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণার প্রতি আরও আগ্রহী হবে বলে আমি আশাবাদী। ভবিষ্যতেও আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ আমাদের সহযোগিতা করে যাবেন বলে আমি প্রত্যাশা করি। আমরা এমন আয়োজন চালিয়ে যাব, যাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণাকে ভয় নয়, জয় করতে শেখে।”

সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বক্তার কাছে গবেষণা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং তা থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।

উল্লেখ্য, রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন সোসাইটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে নিয়মিত বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ছাত্রদল নেতা ওয়াহিদুজ্জামানের উদ্যোগে ফুটবল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

Share the post

Share the postরহমান রাজিব, ববি প্রতিনিধি :বরিশাল বিশ্ববিদ্যালয়ে ( ববি ) ছাত্রদল নেতা মোঃ ওয়াহিদুজ্জামানের উদ্যোগে ফুটবল বিতরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল মাদকমুক্ত ক্যাম্পাস গঠন, ক্রীড়া বিকাশ এবং ক্রীড়ামোদী শিক্ষার্থীদের উৎসাহিত করা। রবিবার ( ১০ অগাস্ট ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার মোঃ ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে আয়োজিত ফুটবল বিতরণ কর্মসূচি […]

ববি ছাত্রদল নেতা ওয়াহিদুজ্জামানের উদ্যোগে ফুটবল বিতরণ কর্মসূচি

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, বরিশাল বিশ্ববিদ্যালয় : বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাদকমুক্ত ক্যাম্পাস, ক্রীড়া বিকাশ ও ক্রীড়ামোদী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ফুটবল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট ২০২৫) সকাল ১১টা থেকে বিকেল ২টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও আবাসিক হলে ফুটবল বিতরণ করেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রনেতা মোঃ […]