বিখ্যাত সোনারগাঁওয়ের লিচু এবার  বাম্পার ফলন 

Share the post
ফাহাদুল ইসলাম, সোনারগাঁ নারায়ণগঞ্জঃনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিখ্যাত লিচুর ফলন এবার ভালো হয়েছে।
এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন আগের চেয়ে ভালো হয়েছে বলে কৃষকদের দাবি।
মূলত বৃষ্টিও রোদ্রের কারণে এ ফলন ভালো হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে ) সোনারগাঁ পৌরসভার পানাম নগরীর  নীলকুড়ি সহ উল্লেখিত এলাকা ঘুরে চাষিদের সাথে কথা বলে এসব তথ্য পাওয়া যায়।
 চাষিরা চ্যানেল ২১ কে জানান, লিচুর ফুল ও মুকুল না ঝরে পড়ায় ফলন বাম্পার। আকারে বড়। রোদ বৃষ্টি মিলিয়ে চোখে পড়ার মত লিচুর কালার হয়েছে। বৈরী আবহাওয়ার পরেও কাঙ্খিত চেয়েও বেশি পেয়েছি যা দুর্যোগ পরিস্থিতিতে আশঙ্কায় ছিলাম।
 অন্যান্য বছরের চেয়ে এ বছরে লিচুর আকার ও কালার সুন্দর হয়েছে। যা অতীতে সোনারগাঁওয়ের লিচুর আকার ও কালার এমন হয়নি। আমরা পূর্বের চেয়ে এ বছর ইনশাআল্লাহ অনেক ভালো লাভবান হব।
 পৌরসভার পানাম নগরীর নীলকুড়ি ব্যবসায়ী বলেন, ইতিমধ্যে ৪ লাখ পিস লিচু বিক্রি হয়ে গেছে। আরো ৮-১০ লাখ পিস বিক্রি করতে পারবো  সকলের দোয়ায়। আমরা লিচু ব্যবসায়ীরা সকলেই এ বছর লিচু ক্রয় বিক্রয় সফল।   ‌
সব মিলিয়ে এবছর সোনারগাঁওয়ের লিচু বাগান মালিক ও মৌসুমি লিচু ব্যবসায়ীদের মুখে হাসি।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পৌরসভার পানাম নগরীর নীলকুড়ি এলাকায়  লিচুর জন্য বিখ্যাত। অনেকের কাছে এটি ‘লিচু গ্রাম’ নামেও পরিচিত। পানাম নগরীর প্রায় মানুষেরই লিচুর বাগান রয়েছে। অন্য ফসল উৎপাদন ছেড়ে দিয়ে এ গ্রামের সবাই লিচু চাষে ঝুঁকেছেন। লিচুগাছ-বাগান নেই, এমন একটিও বাড়ি খুঁজে পাওয়া যাবে না। প্রতিটি বাড়ি কিংবা জমিতে রোপণ করা হয়েছে লিচুগাছ। গত ২৫ বছরে এ পৌরসভায় লিচু চাষ ব্যাপক হারে বেড়েছে।
চাষিরা চ্যানেল ২১ কে জানান, দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে লিচু চাষ। কম খরচে অধিক মুনাফার আশায় প্রতি বছরই কৃষকরা ঝুঁকছেন এই চাষাবাদের দিকে। তবে উপজেলার পৌরসভার পানাম নগরীর নীলকোরিসহ বিভিন্ন এলাকা সাদীপুর, গুহাট্রা, বাড়ি মজলিস, বাড়ি চিনিস, চিলারবাগ, বন্দেরা, কালাদরগা সহ আরো কয়েকটি গ্রামে ব্যাপকভাবে লিচুর চাষ হয়। মোজাফফরি জাতের পাশাপাশি গুটি, বোম্বাই এবং চায়না-থ্রি জাতের লিচুর চাষ বেশি হয় এসব এলাকায়।
 কৃষি কর্মকর্তারা জানান, ফলন আগের তুলনায় দ্বিগুণ। কিছু লিচু খরায় ঝরে গেলেও উৎপাদন ভালো। বাগানিরা জানান, মধ্যপ্রাচ্য ও ইউরোপে রপ্তানি হচ্ছে সোনারগাঁয়ের লিচু।
পাইকাররা আগেই লিচু কিনে নিচ্ছেন। প্রতি হাজার লিচু ৫ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। সোনারগাঁয়ের লিচু দেশের বাজারে আগে ওঠে। কদমি লিচুর চাহিদা সবচেয়ে বেশি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সোনারগাঁয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হলেও জানে না জুলাই যোদ্ধারা, ব্যর্থতা কার

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ : “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে তিনদিনব্যাপী লোক ও কারুশিল্প মেলার আয়োজন করেছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। ৩ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত মেলা চললেও গতকাল ৯ আগষ্ট ছিল মেলার শেষ দিন। কোন রকম আনুষ্ঠানিকতা ছাড়াই উদ্বোধন ও সমাপ্তি হয় এ মেলার। জানা যায়, যে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মেলার […]

সোনারগাঁয়ের আষাঢ়িয়ার চরে বিএনপি নেতার অবৈধ চুনের কারখানা, নিরব প্রশাসন।

Share the post

Share the post ফাহাদুল ইসলাম, সোনারগাঁ : সোনারগাঁয়ে গত ১৭ বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা মাদক ব্যবসা, অবৈধ কারখানা সহ যেসব অরাজকতা চালিয়েছেন ৫ আগষ্টের পর পলাতক সেসব নেতাদের হাত বদল হয়ে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে চলছে। সোনারগাঁ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি নেতা আ. রউফ ও আ. জলিলের অবৈধ চুনা কারখানায় প্রতিদিন প্রায় […]