দুর্গাপুরে ডিএসকের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত 

Share the post
নূর আলম,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি:নেত্রকোণার দুর্গাপুরে “জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত” এই প্রতিপাদ্যে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৫ পালিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে ডিএসকে সমৃদ্ধি কর্মসূচি ও ডিএসকে মাতৃসদন ও ল্যাবরেটরি হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে হাসপাতালের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ডিএসকে হাসপাতাল ব্যবস্থাপক ধ্রুব সরকার এর সভাপতিত্বে স্বাস্থ্যকর্মী মরিয়ম আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন,ডিএসকের সহকারী পরিচালক শামসুল আলম খান।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,বীর মুক্তিযুদ্ধা আ:খালেক,উপজেলা সিপিবি সভাপতি আলকাছ উদ্দিন মীর,ডিএসকের হাসপাতালে মেডিকেল অফিসার ইমরান কাদের রুবেল,দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়,ডিএসকের প্রকল্প সমন্বয়কারী
রুপন কুমার সরকার,ডিএসকের প্রচার সহকারী নিরন্তর বনোয়ারি সহ প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন ডিএসকের কর্মকর্তাবৃন্দ,সাংবাদিকবৃদ,স্বাস্থ্যকর্মী, চিকিৎসক,ছাত্রছাত্রীবৃন্দ ও সেবাগ্রহীতারা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাতৃ ও শিশু স্বাস্থ্য একটি দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম মৌলিক ভিত্তি। একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার জন্য গর্ভকালীন সঠিক পরিচর্যা, নিরাপদ প্রসব, পুষ্টিকর খাদ্য এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জন্মের সময় ঝুঁকি কমাতে এবং শিশুর ভবিষ্যৎকে নিরাপদ করতে গর্ভবতী মায়েদের সময়মতো চিকিৎসা পরামর্শ গ্রহণ, স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
তাঁরা আরও বলেন, ডিএসকের মতো প্রতিষ্ঠানগুলো যেভাবে জনসচেতনতা বাড়াতে এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে কাজ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ গ্রামের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে হবে।
তরুণ প্রজন্ম, গর্ভবতী নারী ও মাতাদের মাঝে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আরো ৪৭ জনকে চোখ অপারেশনে পাঠালেন ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ‘‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, জটিন ও কঠিন রোগে আক্রান্ত যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, এমন অসহায় মানুষদের চিকিৎসা করানোর মানবিক উদ্যোগ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। রবিবার (১০ আগস্ট) সকালে ৬ষ্ঠ […]

নেত্রকোনার বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কর্মী প্রশিক্ষণ কর্মশালা ও মৃত্যু দাবির চেক হস্তান্তর  অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয় নেত্রকোনা : করবো বীমা গড়বো দেশ উন্নয়নের বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিয়ন্ত্রিত ইসলামীক শরিয়াহ মোতাবেক পরিচালিত বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড জোন ও সার্ভিস সেন্টারে কর্মী প্রশিক্ষণ কর্মশালা ও মৃত্যু দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় নেত্রকোনা জোন ও সার্ভিস […]