সোনারগাঁয়ে ৮ মাসের শিশুর হাত-পা ভেঙ্গে পালিয়েছে গর্ভধারিণী মা

Share the post

সোনারগাঁ সংবাদদাতা ফাহাদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে ৮ মাসের শিশু সন্তানের দুই হাত ও একটি পা ভেঙ্গে তারই গর্ভধারিণী মায়ের বিরুদ্ধে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে গতকাল রবিবার বিকেলে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ উল্লেখ করা হয়েছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের আন্দার মানিক গ্রামের আমির হোসেনের ছেলে আশরাফুলের সাথে জামপুর ইউনিয়নের শেখের হাট গ্রামের আবুল সরদারের মেয়ে সুরাইয়ার সাথে ৫ বছর আগে বিবাহ হয়। সংসার জীবনে সামির আহমেদ (৪) ও সিজান আহমেদ (৮ মাস) নামের দুটি পুত্র সন্তান রয়েছে তাদের।

গত ১৩ মার্চ ৮ মাসের সন্তান সিজান আহমে দুটি হাত ও বাম পা ভেঙ্গে বাপের বাড়ি পালিয়ে যায়। অসহ্য যন্ত্রণার কারণে শিশুটি দিনরাত ঘুমাতে পারছে না। মায়ের হাতে সন্তানের উপর নির্মম নির্যাতন ও অমানবিক আচরণে বাকরুদ্ধ পুরো এলাকার মানুষ। শিশুটির কান্না থামাতে আশপাশের নারী-পুরুষ ছুটে এলেও পিতার কোল ছাড়া কারো কাছেই থাকছে না।

সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অবুঝ শিশুটি হাতে পায়ে প্লাস্টার নিয়ে শুয়ে আছে। এ সময় তার পিতা আশরাফুল অশ্রুসিক্ত চোখে সন্তানের পাশে বসে চোখের জল ফেলছেন।

আশরাফুল জানান, ছোটখাটো যে কোন বিষয় নিয়ে একটু তর্কবিতর্ক হলে তাকে মারতে দা-বটি নিয়ে কয়েকবার আক্রমন করেছে এবং তার মাকেও মারধর করেছে। দুটি সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছু বলিনি।

এখন দেখি সুযোগ পেলে আমার সন্তানদের মেরেও ফেলতে পারে। তাই আমাদের নিরাপত্তার জন্য গতকাল সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
এ সময় তিনি আরও জানান, রাতে প্রায়ই তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে কয়েক ঘণ্টা পর ফিরে আসেন। ফিরে আসার পরই যে কোন অঘটন ঘটিয়ে থাকেন।

তিনি বলেন, ‘স্ত্রীর পরকিয়ার কারণে আমি ও আমার সন্তানেরা নিরাপত্তাহীনতায় আছি।


স্থানীয়রা জানায়, ‘মেয়েটির আচরণ খুবই খারাপ। স্বামী ও শাশুড়ির সাথে অশালিন আচরণ নিত্য দিনের। কিন্ত ছোট্ট সন্তানের হাত-পা ভেঙ্গে সে মা জাতিকে কলঙ্কিত করেছে। বাচ্চার কান্নায় আমাদের চোখে এমনিতে কান্না চলে আসে। ’

স্থানীয় বিএনপি নেতা সেলিম সরকার বলেন, শিশুটির বাবা আমার কাছে বিচার চাইতে এসেছিল। শিশুটির অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। এমন মায়ের কথা জীবনে প্রথম শুনলাম। আমি তাকে থানা পুলিশের সহায়তা নিতে বলেছি।

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী বলেন, ‘এ ব্যাপারে শিশুটির বাবা একটি অভিযোগ দায়ের করেছেন। শিশুটির প্রতি অমানবিক আচরণ করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সঠিক চিকিৎসায় স্বাভাবিক জীবনে ফিরতে পারেন মানসিক ভারসাম্যহীন রত্না বেগম

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ নারায়ণগঞ্জ নিজস্ব প্রতিবেদক : স্বামী-সন্তান নিয়ে একসময় সুখের জীবন ছিল ভোলার চরফ্যাশনের রত্না বেগমের। ২০০৮ সালে নদীতে মাছ ধরতে গিয়ে স্বামীর অপমৃত্যুর পর সব এলোমেলো  করে দেয় রত্নার জীবন। তিন সন্তান নিয়ে অথৈ সাগরে পড়ে যান রত্না। একদিকে স্বামীর শোক অন্যদিকে তিন কন্যা সন্তান ও সংসারের ভরণপোষণ সব দুশ্চিন্তায় ভারসাম্য […]

সোনারগাঁয়ে রওজাতুল উলুম মাহমুদিয়া মাদ্রাসার  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

Share the post

Share the postসোনারগাঁ সংবাদদাতা, ফাহাদ :নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগ জামে মসজিদ সংলগ্ন রওজাতুল উলুম মাহমুদিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । বুধবার ২৬ মার্চ দৈলেরবাগ মাহমুদিয়া মাদ্রাসার নতুন ভবনে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, মাওলানা মুফতী আবদুল কালাম কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দোয়া মোনাজাত পরিচালনা […]