নেত্রকোনায় পাঁচ বছরের কম বয়সী শিশুদের মল পরীক্ষার মাধ্যমে যক্ষ্মা বিষয়ে অবহিতকরণ সভা
সোহেল খান দূর্জয়,নেত্রকোণা : নেত্রকোণায় ৫ বছরের কম বয়সী শিশুদের মল পরীক্ষার মাধ্যমে যক্ষ্মা নির্ণয় সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও জাতীয় যক্ষ্মা কর্মসূচির উদ্যোগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জেলা পাবলিক হলে এই সভার আয়োজন করা হয়।
অবহিতকরণ সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি জেনারেল) রাফিকুজ্জামান। অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের পরিচালক (গবেষণা) সৈয়দা নওশীন পর্ণিনী।অন্যদের মধ্যে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপ-পরিচালক মো: দবির আল কাদের, হেল্থ সিস্টেম ফর টিবি’র কান্ট্রি ডিরেক্টর প্রফেসর ডা. এসকে নাজমুল হুদা, সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য্য, ডাঃ আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান সুপারিনটেনডেন্ট নেত্রকোনা সদর হাসপাতাল, ডাঃ মোঃ সাইফুল হাসান অধ্যক্ষ নেত্রকোনা মেডিকেল কলেজ হাসপাতাল,ডাঃ মাহফুজুর রহমান (এম ও ডি সি) নেত্রকোনা সদর হাসপাতাল,কাজী এ কে এম মহিউল ইসলাম সিনিয়র অ্যাডভাইসর (HS4TB), প্রমুখ।
সভায় প্রশাসন, জনপ্রতিনিধি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীগণ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, শিশুদের জন্মের পর যক্ষ্মার টিকা দেওয়া হয়। এই টিকা দুইটি ভয়ংকর রকমের যক্ষ্মা থেকে শিশুদের রক্ষা করে, সব যক্ষা থেকে নয়। শিশুদের যক্ষ্মা হলে অনেক ক্ষেত্রে তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না। তবে, খাদ্যে অরুচি, ওজন কমে যাওয়া, দুর্বল হয়ে পড়া প্রভৃতি লক্ষণ দেখা দিলেই যক্ষ্মা হয়েছে কি-না পরীক্ষা করা উচিত। মল পরীক্ষার মাধ্যমে শিশুদের যক্ষ্মা পরীক্ষা করা হয়। এই পরীক্ষা খুবই ব্যয়বহুল। তবে, পাইলট প্রজেক্ট হিসেবে নেত্রকোণা সদর বারহাট্টাসহ ও মোহনগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে এই পরীক্ষার ব্যবস্থা রয়েছে। আগ্রহীরা যোগাযোগ করলে যক্ষ্মা কর্মসূচির কর্মীরা শিশুদের বাড়ি গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।