পঞ্চগড়ে টাস্কফোর্স অভিযানে ৬ মাদক কারবারির কারাদণ্ড

Share the post

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ৬ মাদক কারবারিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর বেলায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সর্দারপাড়া সীমান্তবর্তী এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। আটকের পর তেঁতুলিয়া সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হাসান ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে এ দণ্ডাদেশ প্রদান করেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের সাহেবজোত গ্রামের পরিমল রায়ের ছেলে শ্রী রাজন (৩৩) ও একই গ্রামের মোহন রায়ের ছেলে শ্রী মুন্না রায় (২০), কলোনিপাড়া গ্রামের মো. আকবর আলী ছেলে মো. চঞ্চল ইসলাম (৩৪), তেলিয়াপাড়া গ্রামের মৃত নজির আহমেদের ছেলে মো. হাবিব মিয়া (৪০), সর্দারপাড়া গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে মো. রঞ্জু মিয়া (৩২) এবং উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের উত্তর কাশিমগঞ্জ গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. মহসিন আলী (২৯)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সর্দারপাড়া সীমান্তবর্তী এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে গাঁজাসহ তাদেরকে আটক করে বিজিবি। পরে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০০ টাকা জরিমানা করেন। এ সময় ১৮ বিজিবি পঞ্চগড়ের সহকারী পরিচালক জামাল উদ্দিন ও তেঁতুলিয়া মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হাসান বলেন, সীমান্তবর্তী এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা সময় গাঁজাসহ ছয়জনকে আটক করে বিজিবি। পরে তাদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৯ এর (১) এর দফা (খ) লংঘনের দায়ে একই আইনের ৩৬(১) এ উল্লেখিত ১৯ নং ক্রমিকের ৩নং কলামের দফা-ক অনুযায়ী প্রত্যেককে ১ বছরের কারাদণ্ড ও ৫০০টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩দিনের কারাদন্ড প্রদান করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ভারতে মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

Share the post

Share the postদিনাজপুর প্রতিনিধিঃ ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শান নিয়ে কটুক্তি ও অবমাননা করায় দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন দিনাজপুরের সর্বস্থরের ধর্ম প্রাণ সাধারন জনগণ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে […]

ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী চাকুরীর কয়েক বছরে অঢেল সম্পদের মালিক তরিকুল

Share the post

Share the postজুনাইদ কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি হুকুম দখল ও গোপনীয় শাখা’র কর্মচারী তরিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) রনজিৎ তিগ্যা সহ স্থানীয়রা তাঁর দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। জানা গেছে, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি) […]