

এস.এম.জয়, বগুড়া থেকে: ভারতের ড. মৌমিতা দেবনাথ ও বাংলাদেশে ২০১৬ সালে সোহাগী জাহান তনুসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শনিবার (১৭ই আগস্ট ) মানববন্ধন করেছে বগুড়ার সাধারণ শিক্ষার্থীরা। এ দিন বিকাল সাড়ে ৪টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় মানববন্ধনটি শুরু হয়। মানববন্ধন শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল করেন তারা।
মানববন্ধনে জাকিরুল ইসলাম বলেন, এইরকম জঘন্যতম ঘটনা যেন বাংলাদেশ কিংবা ভারতের কোনো জায়গায় আর না ঘটে। সেই সাথে বিগত দিনে বাংলাদেশ যত নারী ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে তাদের জড়িতদের দ্রুত বিচার করা হোক। মানববন্ধনে অংশ নেওয়া আরেক শিক্ষার্থী আছিয়া খাতুন বলেন, এইরকম ঘটনা ২০১৬ সালে বাংলাদেশেও ঘটেছিল কিন্তু সে তার বিচার পাই। এবারও যেন এইরকম না হয়। ডা. মৌমিতা হত্যাকাণ্ডের যেন সঠিক বিচার হয়। পৃথিবীর সব স্থানে যেন নারীরা নিরাপদ থাকেন। আরেক শিক্ষার্থী তকি তাহমিদ বলেন, আমরা এই নিষ্ঠুরতম ঘটনার তীব্র নিন্দা জানাই পাশাপাশি দোষীদের কঠোর বিচারের আহব্বান জানাচ্ছি। উল্লেখ্য, গত ৯ ই আগস্ট ভারতের কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ডা. মৌমিতা দেবনাথকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। এই ঘটনার পরই সমগ্র রাজ্য বিক্ষোভে ফেটে পড়েছে।