

এস.এম.জয়, বগুড়া : বগুড়ায় ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর আড়াইটার দিকে শহরতলীর বারোপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো— হিমা (৫) এবং জান্নাত (আড়াই বছর)। তারা দুজন ওই এলাকার সিএনজি চালক হাবিব ইসলামের মেয়ে।
নিহতের স্বজনেরা জানায়, সকালে বাড়ির সামনে দুই বোন খেলাধুলা করছিল। হঠাৎ তারা নিখোঁজ হয়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পেছনের একটি ডোবা থেকে দুই বোনকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য মাটিডালি মোড়ে একটি ক্লিনিকে এবং পরে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওয়ালিউল্লাহ জানান, ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে— খেলার সময় অসাবধানতাবশত তারা পানিতে ডুবে মারা গেছে। পরিবারের কারোও কোনো অভিযোগ না থাকায় দুই বোনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।