বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস প্রতিরোধে আইসোলেশন ওয়ার্ড চালু করা হচ্ছে

Share the post

শাওন অরন্য,বরিশাল প্রতিনিধি।

করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হল আইসোলেশন ওয়ার্ড। হাসপাতাল চত্বরের নির্মাণাধীন ভবনে ৫ বেডের মাধ্যমে এ নতুন ওয়ার্ডের কার্যক্রম শুরু করা হবে। আর ওয়ার্ডের মোট শয্যাসংখ্যা দেড়শ। দেশে প্রথমবারের মত করোনা রোগী শনাক্ত হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়। এরই ধারাবাহিকতায় শেবাচিমে স্থাপন করা হল আইসোলেশন ওয়ার্ড। এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, দেশে করোনার রোগী শনাক্ত হলেও আতংকের কিছুই নেই। তিনি বলেন, সন্দেহপ্রবণ রোগীদের নতুন ভবনের নিচতলায় আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে। এখানে দেড়শ থেকে ২শ রোগী থাকার ব্যবস্থা করা হচ্ছে। আজ সোমবার ৫টি বেড প্রস্তুত করে কার্যক্রম শুরু কথা জানিয়েছেন তিনি। এদিকে ভাইরাস মোকাবেলায় ৪ সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান মেডিকেল কলেজের অধ্যক্ষ। হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান এ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক এমপি। গত শুক্রবার এই ওয়ার্ড পরিদর্শন করেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জোয়ারের আব্দুল্লাহ জিন্নাহ প্রমুখ। ওয়ার্ড পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জনবল সংকট রয়েছে। বিষয়টি নিয়ে শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং স্বাস্থ্য মন্ত্রীর সাথে কথা বলেছি। বিষয়টি শীঘ্রই সমাধান হবে। তাছাড়া হাসপাতালে ব্যবস্থাপনায় দ্রুতই আমূল পরিবর্তন দেখা যাবে। এদিকে আমরা করোনা ভাইরাস প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস প্রতিরোধে আইসোলেশন ওয়ার্ড চালু করা হচ্ছে শাওন অরন্য বরিশাল প্রতিনিধি। করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হল আইসোলেশন ওয়ার্ড। হাসপাতাল চত্বরের নির্মাণাধীন ভবনে ৫ বেডের মাধ্যমে এ নতুন ওয়ার্ডের কার্যক্রম শুরু করা হবে। আর ওয়ার্ডের মোট শয্যাসংখ্যা দেড়শ। দেশে প্রথমবারের মত করোনা রোগী শনাক্ত হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়। এরই ধারাবাহিকতায় শেবাচিমে স্থাপন করা হল আইসোলেশন ওয়ার্ড। এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, দেশে করোনার রোগী শনাক্ত হলেও আতংকের কিছুই নেই। তিনি বলেন, সন্দেহপ্রবণ রোগীদের নতুন ভবনের নিচতলায় আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে। এখানে দেড়শ থেকে ২শ রোগী থাকার ব্যবস্থা করা হচ্ছে। আজ সোমবার ৫টি বেড প্রস্তুত করে কার্যক্রম শুরু কথা জানিয়েছেন তিনি। এদিকে ভাইরাস মোকাবেলায় ৪ সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান মেডিকেল কলেজের অধ্যক্ষ। হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান এ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক এমপি। গত শুক্রবার এই ওয়ার্ড পরিদর্শন করেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জোয়ারের আব্দুল্লাহ জিন্নাহ প্রমুখ। ওয়ার্ড পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জনবল সংকট রয়েছে। বিষয়টি নিয়ে শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং স্বাস্থ্য মন্ত্রীর সাথে কথা বলেছি। বিষয়টি শীঘ্রই সমাধান হবে। তাছাড়া হাসপাতালে ব্যবস্থাপনায় দ্রুতই আমূল পরিবর্তন দেখা যাবে। এদিকে আমরা করোনা ভাইরাস প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]

বরিশাল বোর্ডে সেরা ঝালকাঠি জেলা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা এবারও শীর্ষে

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় গড় পাসের হারে সবার শীর্ষে রয়েছে ঝালকাঠি জেলা। এ জেলায় মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫। দ্বিতীয় অবস্থানে থাকা ভোলা জেলার পাসের হার ৮৪ দশমিক ৩৬। আর গত বছর দ্বিতীয় স্থানে থাকা বরিশাল জেলা ৮৩ দশমিক ৯৪ […]