প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

Share the post

নিজস্ব প্রতিবেক: প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ “সাইফুদ্দিন রোকন মৌলভীপাড়া সমাজ উন্নয়ন যুব পরিষদের কোন পদে ছিল না,কারন সে একজন মাদক ব্যবসায়ি” সম্প্রতি ২৪ শে নভেম্বর আপনার অনলাইন চ্যানেল-২১নিউজ এ একটি সংবাদ প্রকাশিত হয়,যার হেডলাইন ছিল “প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাইফুদ্দিন রোকন ” উক্ত সংবাদ প্রকাশিত হয় যে,সমাজের পদধারী ছিল এবং পদত্যাগ।

 

কিন্তু সাইফুদ্দিন রোকন মৌলভীপাড়া সমাজ উন্নয়ন যুব পরিষদের কোন পদে ছিল না। কারন সাইফুদ্দিন রোকন এবং তার পরিবার সরাসরি মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার বিরুদ্ধে একাদিক মামলা রয়েছে (যার মামলা নং–৬৭৪/১১,১০৯/১২)।উক্ত সংবাদে আরো উল্লেখিত হয় যে সমাজের নাম ভাঙ্গিয়ে চাঁদ বাজির অভিযোগটাও সম্পুর্ণ মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন।এছাড়া এলাকার সিসি ক্যামেরা লাগানোর জন্য টাকা উত্তোলন করার অভিযোগটিও মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন।

 

যেহেতু সিসি ক্যামেরা একটি উন্নয়নমূলক কাজ তাই সমাজের সকলের অনুদান দিয়ে সমাজের ভালো কাজের জন্য সিসি ক্যামেরা লাগানো হয় এবং মৌলভী পাড়া সমাজ উন্নয়ন যুব পরিষদের বিরুদ্ধে এবং আমাদের সংগঠনের পদধারীদের বিরুদ্ধে আনীত মিথ্যা বানোয়াট ও ভিওিহীন। অতএব, মৌলভী পাড়া সমাজ উন্নয়ন যুব পরিষদের পক্ষ থেকে এই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সিলেটের বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালিন সবজি

Share the post

Share the postসিলেট প্রতিনিধি : সিলেটের বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকারিন সবজি। এখনও শীত আসেনি তবে বাজারে চলে এসেছে শিম, ফুলকপি, পাতাকপি, মূলাসহ প্রায় সবধরনের শীতের সবজি। এদিকে নতুন সবজির প্রতি ক্রেতাদের বাড়তি আকর্ষণ থাকলেও আকাশছোঁয়া দামের ফলে ধারে-কাছেও যেতে পারছে না মধ্য-নিম্নবিত্ত  শ্রেণির মানুষ। বাজার ঘুরে দেখা গেছে, শীতের সবজি শিমের দাম দোকানভেদে চাওয়া […]

চকরিয়ায় বেপরোয়া বালু খেকো যুবলীগ ক্যাডার বকুল: মানববন্ধনেও থামছেনা বালু লুট

Share the post

Share the postইকরামুল হক,স্টাফ রিপোর্টার : বেপরোয়া বালু উত্তোলনের কারনে নদী ভাঙ্গনের কবলে পড়েছে বাঘগুজারা ব্রীজ সহ আসপাশের বসতবাড়ি। ভাঙ্গন থেকে রক্ষা পেতে প্রশাসনের কাছে ধরনা দিয়েও কোন সুরাহা না পেয়ে ভাঙ্গন এলাকায় মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। তারপরো অব্যাহত রয়েছে বালু উত্তোলন। সরেজমিনে এলাকাবাসী জানায়,মাতামুহুরী নদীর চকরিয়ার কোনাখালী বাঘগুজরা ব্রীজের উপরে-নীচে রয়েছে যুবলীগ ক্যাডার বকুল […]