অনুষ্ঠিত হয় সোহরাওয়ার্দী কলেজ লিও ক্লাবের ইফতার মাহফিল
আলিফুল ইসলাম আলিফ – ক্যাম্পাস প্রতিনিধ ,
রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এর লিও ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক জমজমাট ইফতার মাহফিল । সোমবার (১৭ মার্চ) কলেজের শহীদ হাসান মেহেদী ভবনের দ্বিতীয় তলায় ২২১ নম্বর ভবনে ইফতার মাহফিলের আয়োজন করা হয় । এছাড়াও লিও ক্লাব অব সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এর উদ্যোগে প্রায় অর্ধশতাধিক পথচারী এবং কলেজের কর্মচারীদের মধ্যেও ইফতার বিতরণ করা হয় ।
উক্ত সময়ে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এর চেয়ারপারসন মো: ইলিয়াস খান , সভাপতি মো: হৃদয় হোসেন সহ ক্লাবের অন্যান্য কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যগণ । এছাড়াও উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী কলেজ ডিভিটিং ক্লাবের সভাপতি আওলাদ জিসান , লিও ক্লাব জেলা ৩১৫এ১ বাংলাদেশ এর সদ্য প্রাক্তন জেলা সভাপতি লিও বাঁধন আহমেদ , ডিস্ট্রিক্ট সেক্রেটারি লিও আনহা চৈতি, রিজিয়ন ডাইরেক্টর লিও নাসরিন আক্তার ,লিও ক্লাব অফ ঢাকা সাভারের প্রাক্তন সভাপতি লিও জহিরুল ইসলাম শিপন আহমেদ , সভাপতি লিও ক্লাব অব ইডেন মহিলা কলেজ লিও সাদিয়া জাহান তুবা, সভাপতি লিও ক্লাব অব ঢাকা মেগা সিটি লিও রুমা আক্তার, সভাপতি লিও ক্লাব অফ কাওরান বাজার লিও শিহাব ,প্রাক্তন সভাপতি, লিও ক্লাব অফ ঢাকা ওয়ানপ্লাস নিউ আল আমিন রাফি, সভাপতি লিও ক্লাব অফ রজনীগন্ধা রাজধানী লিও খোকন ।
লিও ক্লাব অব সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের চেয়ারপারসন মোঃ ইলিয়াস খান বলেন – ” পবিত্র রমজান মাস উপলক্ষে আজকে আমাদের এই ইফতারে আমরা চেষ্টা করেছি অর্ধ শতাধিক চলমান মানুষের মাঝে ইফতার বিতরণ করতে এবং লিও ক্লাব ও লিও জেলা ৩১৫এ১ এর লিও দের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করতে আজকের ইফতার সহায়ক ভূমিকা পালন করবে। প্রতিটি সেবা কাজের মাধ্যমে লিও ক্লাব সামনের দিকে এগিয়ে যেতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি । “
সভাপতি মোঃ হৃদয় হোসেন বলেন – ” সোহরাওয়ার্দী কলেজ লিও ক্লাবের উদ্যোগে অর্ধ শতাধিক পথচারী ও কলেজের কর্মচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। এছাড়াও আজকের ইফতার মাহফিলে লিও ডিস্ট্রিক্টের সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতি আমাদের আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। সোহরাওয়ার্দী কলেজ লিও ক্লাব কলেজটির শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে একটি সামাজিক মেলবন্ধন ঘটিয়েছে। ক্লাবটি শিক্ষার্থীসহ সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে সবসময় কাজ করে যাবে ইনশাআল্লাহ। “