

সোনারগাঁ সংবাদদাতা, ফাহাদ :নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগ জামে মসজিদ সংলগ্ন রওজাতুল উলুম মাহমুদিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
বুধবার ২৬ মার্চ দৈলেরবাগ মাহমুদিয়া মাদ্রাসার নতুন ভবনে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, মাওলানা মুফতী আবদুল কালাম কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দোয়া মোনাজাত পরিচালনা করেন, মুফতী মোঃ সাইদুর রহমান , মুহতামিম, জামেয়া কুরআনিয়া দাওয়াতুল হক জৈনপুর মাদ্রাসা ।
এ সময় সম্মানিত অতিথিবৃন্দ উদ্দেশ্যে মাদ্রাসার পরিচালক আবুল কালাম আজাদ বলেন, আমি এই এলাকায় দীর্ঘ দিন যাবত সুনাম ও সম্মান এসেছে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছি।
অত্র এলাকার একটি মানসম্মত ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান অত্যাবশ্যকীয় হওয়ায় আমার এই প্রতিষ্ঠানটি স্থান পরিবর্তন করে আপনাদের এলাকায় নিয়ে আসছি। যেন এই এলাকাবাসী তাদের সন্তানদের ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত নিশ্চিত করতে পারে। আপনারা আপনাদের সন্তানদের এই মাদ্রাসায় দিয়ে আমাদের প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন ।
আমরা আপনাদের সন্তানদের কে যুগোপযোগী শিক্ষা সহ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে আপনাদের উপহার দিব। আপনাদের সর্বাঙ্গুনিক সহযোগিতা আমরা কামনা করছি।
মনে রাখবেন সন্তান আপনাদের দায়িত্ব আমাদের। আল্লাহ হাফেজ।