সীতাকুন্ডে চাঞ্চ্যলকর কুরবান আলী সোহেল হত্যা মামলার আসামী আটক
চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার চাঞ্চ্যলকর কুরবান আলী সোহেল হত্যা মামলার আসামীকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।বুধবার (৩১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন কোট্টবাজার জুতার ফ্যাক্টরী এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জসিম (৩৫)কে আটক করে র্যাব।
আটককৃত মোঃ জসিম সীতাকুন্ড থানাধীন পশ্চিম মুরাদপুর এলাকার আব্দুল রহিমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে, সে কুরবান আলী সোহেল হত্যা মামলার পলাতক আসামী। দায়েরকৃত হত্যা মামলায় গ্রেফতার এড়ানোর জন্য সিকিউরিটি গার্ডের ছদ্মবেশে সীতাকুন্ডের একটি জুতার ফ্যাক্টরীতে কাজ শুরু করে এবং সে ফ্যাক্টারীর পাশেই বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলো বলে জানায় সে। তার বিরুদ্ধে সীতাকুন্ড থানায় আরও ২ টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।উল্লেখ্য, সীতাকুন্ড থানাধীন ৪নং মুরাদপুর ইউনিয়ন এলাকায় চাঞ্চল্যকর কুরবান আলী সোহেল (২৩) হত্যার ঘটনায় ভিকটিমের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন (৭৫) বাদী হয়ে গত ১৯ মে সীতাকুন্ড থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৩০, তাং-১৯/০৫/২০২১ ইং)।
এই হত্যাকান্ডের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের তৈরি হয়। র্যাব-৭ এই ঘটনায় ছায়াতদন্ত শুরু করে ও জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।