সাতক্ষীরা কুলিয়ায় তরমুজ চাষ করে কৃষক আবুল খালেক স্বাবলম্বী

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গায় মৎস্য ঘেরের ভেড়ীতে মাচা তৈরি করে সুপ্রিমহানি জাতের তরমুজ চাষ করে এক কৃষক স্বাবলম্বী হয়েছেন।
তরমুজ চাষী আবুল খালেক জানান, আমি দীর্ঘ দিন যাবৎ ৪০ বিঘা জমিতে সাদা মাছের চাষ করে আসিতেছি। এবছর দেবহাটা উপজেলা উপসহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আহম্মেদ এর সহযোগিতায় ও পরামর্শে আমার উক্ত ৪০ বিঘা জমির মৎস্য ঘেরের ভেড়ী বাঁধের দুই পার্শ্বে মাচা তৈরি করে সুপ্রিমহানি জাতের তরমুজ চাষ করেছি। তার সহযোগিতায় উপজেলা কৃষি অফিস থেকে ৪ প্যাকেট সুপ্রিমহানি জাতের তরমুজ এর বীজ, সার ও কীটনাশক বিনা মূল্যে পেয়েছি।
এই বীজ বপন করে চারা তৈরি করে রোপন করে ৮০ দিন পর তরমুজ গাছে এখন প্রচুর ফল ধরেছে। গত ৬ আগস্ট প্রথমবার তরমুজ তুলেছি, কেজি প্রতি ৬০ টাকা দরে বিক্রি করে ২০ হাজার টাকার তরমুজ বিক্রয় করেছি। তরমুজ চাষী আবুল খালেক আরো জানান, আমার তরমুজ গাছে যেপরিমাণ ফল ধরেছে, তাহা বিক্রি করে এবার ২ লক্ষ টাকার অধিক টাকার তরমুজ বিক্রয় করতে পারব বলে আশাবাদ ব্যাক্ত করেন।
দেবহাটা উপজেলা উপসহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আহম্মেদ জানান, কুলিয়া শশাডাঙ্গায় এই তরমুজ দেখে আগামী বছর এই বিলে বাকী ঘের মালিকরা সবাই তরমুজ চাষ করে হলুদে-সবুজে ভরে দিবে এই আশাবাদ ব্যক্ত করছি। তাছাড়া আমার সহযোগিতায় টিকিট, সেকেন্দ্রা, নারিকেলি ও ঘলঘলিয়াসহ বিভিন্ন বিলের মৎস্য ঘেরের ভেড়ী বাঁধে মাচা তৈরি করে অপসিজন সুপ্রিমহানি তরমুজ চাষ করে অনেক কৃষক স্বাবলম্বী হয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান, তিন রেস্টুরেন্টে ১৫ হাজার টাকা জরিমানা।

Share the post

Share the postমো হিমেল মিয়া,মনোহরদী, নরসিংদী : সুস্থ্য জীবনের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আজ ০৮ অক্টোবর ২০২৫ ইং বিকাল ৪টায় নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মনোহরদী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন সম্মানিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ সজিব মিয়া।খাদ্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় […]

চেকপোস্টে ১৭১ রোহিঙ্গাকে আটক করল বিজিবি,পাঠানো হয়েছে ক্যাম্পে

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ক্যাম্প ছেড়ে রোহিঙ্গাদের অবাধে বাইরে ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর অবস্থানে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।মঙ্গলবার (০৭ অক্টোবর) ৭ ঘন্টায় বিশেষ অভিযানে অস্থায়ী চেকপোস্টে ১৭১ রোহিঙ্গাকে আটক করে বিজিবি। পরে তাদেরকে স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের […]