শাহজাদপুরে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন

Share the post
মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি: “আমি কন্যা শিশু স্বপ্নগড়ি, দেশের কল্যাণে কাজ করি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ রানা, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শাহাদত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মনিরুজ্জামান এবং শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন। এছাড়াও শাহজাদপুর ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, কন্যাশিশুদের শিক্ষার সুযোগ ও কর্মসংস্থানে অগ্রাধিকার দিতে হবে। সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তাদের পিছিয়ে রাখা যাবে না। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় কন্যাশিশুরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এজন্য তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভায় বক্তারা কন্যাশিশুদের শিক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও নেতৃত্ব বিকাশে পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব নিয়ে আলোচনা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সাতক্ষীরা তালায় সুপারি বাগানে মিললো বৈদ্য নাথের মরদেহ

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজন সাহা বাজার সংলগ্ন নাথপাড়ায় প্রবীণ পাট ব্যবসায়ী বৈদ্য নাথ (৮০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে পাশের বাড়ির সুব্রত মল্লিকের সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রতিবেশী মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাতে বৈদ্য নাথ ভাত খেয়ে কোনো […]

সাতক্ষীরা তালায় ১৬ দলীয় ফুটবল খেলার উদ্বোধন অনুষ্ঠিত

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : মাদককে না বলুন, খেলাকে হ্যা বলুন এই স্লোগান সামনে রেখে তালা উপজেলার ৫ নং তেঁতুলিয়া ইউয়িনের লাউতাড়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ১৬ দলীয় ফুটবল ট‚র্র্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকালে লাউতাড়া যুব সমাজের আয়োজনে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে মনোমুগ্ধকর এ খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে ৪নং […]