লঞ্চের ধাক্কায় মাছ ধরার নৌকাডুবি, ৯ বছরের শিশু নিখোঁজ

Share the post
লঞ্চের ধাক্কায় মাছ ধরার নৌকাডুবি, ৯ বছরের শিশু নিখোঁজ
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি সুগন্ধা নদীতে মাছ ধরার একটি নৌকার সঙ্গে ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চের সংঘর্ষ হলে নৌকাটি তাৎক্ষণিকভাবে দুভাগ হয়ে ডুবে যায়। এতে নৌকায় থাকা ৯ বছরের এক শিশু নিখোঁজ রয়েছে।
 মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৬টার দিকে নলছিটি পৌরসভার গৌড়িপাশা এলাকায় সুগন্ধা নদীতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। নৌকাটিতে থাকা গৌড়িপাশা এলাকার মোহাম্মদ আলী মল্লিকের ৯ বছর বয়সী শিশু রায়হান মল্লিক এই দুর্ঘটনায় নিখোঁজ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রতিবেশী জেলে বিপ্লব হাওলাদারের সঙ্গে মাছ ধরতে নদীতে গিয়েছিল শিশু রায়হান। জাল ফেলে অপেক্ষারত অবস্থায় হঠাৎই ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ নৌকাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকাটি মুহূর্তের মধ্যেই দু’টুকরো হয়ে ডুবে যায়। নৌকায় থাকা জেলে বিপ্লব হাওলাদার সাঁতরে অন্য নৌকায় উঠতে সক্ষম হলেও ছোট্ট রায়হান পানিতে তলিয়ে যায় এবং এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা শিশুটির সন্ধানে চেষ্টা চালায়। পরে নলছিটি ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখনো শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা লঞ্চ কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

কাঁঠালিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল, খুনি হাসিনার ফাঁসি ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবি

Share the post

Share the post মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৪টায় উপজেলা সদর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজার, উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদে গিয়ে এ কর্মসূচি শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ছাত্রদল কেন্দ্রীয় […]

ঝালকাঠিতে ১৬ আইনজীবীর সদস্যপদ বাতিল, বিতর্কে সমিতি

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদকসহ আওয়ামীপন্থী ১৬ জন আইনজীবীর সদস্যপদ বাতিল করেছে জেলা আইনজীবী সমিতি। তবে বিতর্কিত আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং ব্যারিস্টার শাহজাহান ওমরের সদস্যপদ বহাল থাকায় সমিতির কার্যনির্বাহী কমিটি সমালোচনার মুখে পড়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ […]