লক্ষ্মীপুরে নতুন সড়ক পাকাকরণের অনুমোদন
কবির হোসেন রাকিব ,রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের হাজী আলী আজ্জাম রোড থেকে সোনাপুর আলেকজান্ডার রোড পর্যন্ত (আইডি নং-৪৫১৭৩৫৩২২) সড়কটি পাকাকরণের অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
গত ৮ আগস্ট ২০২৫ তারিখে এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন করেন লক্ষ্মীপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাকিব আহমেদ। আবেদন প্রক্রিয়ায় সহায়তা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক মোহাম্মদ রাকিব। তাদের আন্তরিক প্রচেষ্টা ও ধারাবাহিক তদবিরের ফলস্বরূপ অবশেষে গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আনুষ্ঠানিক অনুমোদন মেলে।
স্থানীয়রা জানিয়েছেন, রাস্তাটি পাকাকরণ হলে চর পোড়াগাছা ইউনিয়নের মানুষ দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্যসহ প্রতিদিনের যোগাযোগ ব্যবস্থায় আসবে ব্যাপক পরিবর্তন।
এ প্রসঙ্গে মোহাম্মদ রাকিব বলেন—“এটি ছিল এলাকাবাসীর বহুদিনের স্বপ্ন। জনগণের দাবিকে বাস্তবে রূপ দিতে পেরে আমি আনন্দিত।”
এলাকার তরুণ ও ছাত্র নেতা সাকিব আহমেদ জানান—“আমার উদ্যোগে করা আবেদনটি অনুমোদন হওয়ায় আমি গর্বিত। এই রাস্তা পাকাকরণ হলে এলাকাবাসী উপকৃত হবে এবং গ্রামীণ উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। আমাদের এলাকায় আরও কিছু মসজিদ ও সড়কের কাজ খুব শিগগিরই অনুমোদন হবে বলে আশা করছি।”