মৃত্যু পথযাত্রী তাইবার পাশে দাঁড়ালো, ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

তোবারক হোসেন খোকন, দূর্গাপুর প্রতিনিধিঃজন্মের পর থেকেই মৃত্যুর যন্ত্রণায় ছটফট করা এক শিশুর নাম তাইবা। মাত্র দশ বছর বয়সেই হার্টে ছিদ্র নিয়ে মৃত্যুপথযাত্রী হিসেবে তৈরী হচ্ছিল তাইবা। প্রতিনিয়ত লড়ছিল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলো সে। এমন খবর শুনে শেষ পর্যন্ত পাশে এসে সহায়তার হাত বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তাঁর আর্থিক সহায়তায় ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে নতুন জীবনের দেখা পেলো শিশু তাইবা।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের হাটশিরা-শিবনগর গ্রামের মৃত ওয়াজ কুরনির মেয়ে তাইবা। সে নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। বাবা নেই। মা মোমেনা খাতুন অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালান। এক বছর আগে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে তাইবা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষায় ধরা পড়ে তার হৃদপিন্ডে একটি রয়েছে, এই ত্রæটি তার জন্মগত। চিকিৎসকদের পরামর্শ, দেরি না করে দ্রæত অস্ত্রোপচার করাতে পারলে সে ভালো হয়ে যাবে।

কিন্তু দরিদ্র এই পরিবারের পক্ষে এতা বড় অঙ্কের টাকা জোগাড় করা ছিলো অসম্ভব। বহু চেষ্টা করেও কারো সহানুভূতি আর সহায়তায় কাঙ্খিত অর্থ জোগাড় করতে পারেনি। অবশেষে সহায়তা চাইতে ব্যারিস্টার কায়সার কামালের দ্বারস্থ হন তাইবার মা। তাইবার কথা শুনে আর দেরি করেননি তিনি। চিকিৎসার পুরো ব্যয়ভার নিজের কাঁধে তুলে নিলেন মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার কায়সার কামাল।

গত সোমবার ঢাকার মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হয় তাইবার অস্ত্রোপচার। সফলভাবে সম্পন্ন হয় সেই জটিল প্রক্রিয়া। বর্তমানে ধীরে দীরে সুস্থ হয়ে উঠছে তাইবা।

এর আগে একই ধরনের জটিলতা নিয়ে জন্মানো তিন বছরের শিশু আব্দুল্লাহর চিকিৎসাও সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে করিয়ে ছিলেন কায়সার কামাল। তাকেও সুস্থ করে বাড়ি ফেরত পাঠিয়েছেন তিনি।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘কলমাকান্দা ও দুর্গাপুরের অসহায় মানুষের জন্য নিয়মিত হেল্থ ক্যাম্প করছি। সেখানে আসা শিশুরা যখন এই ধরনের জটিল রোগে ভোগে, তখন তাদের পাশে না দাঁড়িয়ে থাকতে পারি না। মানবিক দায়বদ্ধতা থেকেই এই কাজ করছি। এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মানবিক এই উদ্যোগ নেত্রকোনার সাধারণ জনসাধারণের মধ্যে যেমন স্বস্থি ও আশার সঞ্চার করেছে, তেমনি তাইবার মতো এমন হাজার পরিবার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আরো ৪৭ জনকে চোখ অপারেশনে পাঠালেন ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ‘‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, জটিন ও কঠিন রোগে আক্রান্ত যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, এমন অসহায় মানুষদের চিকিৎসা করানোর মানবিক উদ্যোগ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। রবিবার (১০ আগস্ট) সকালে ৬ষ্ঠ […]

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন

Share the post

Share the post তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবীতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) বেলা ১২টায় দুর্গাপুর প্রেসক্লাবের উদ্যোগে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।   ঘন্টাব্যাপি মানববন্ধনের সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবি তুলে প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. […]