মাষ্টার কালাল উদ্দিন স্মৃতি বৃওি পরিক্ষায় ফলাফলে ৪র্থ স্থান আর্জন করে কালাপানিয়া উচ্চ বিদ্যালয়
মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি) :
কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাষ্টার কামাল উদ্দিনের নামে প্রতিষ্ঠা করা হয় একটি সামাজিক সংগঠন যার নাম করন করা হয় মাষ্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদ। আর তার নাম অনুসারে চালু করা হয় মেধা বৃওি পরিক্ষা। যে বৃওি পরিক্ষায় অংশগ্রহণ করতে পারে ৩য়, ৭ম ও ৯ম শ্রেণীর ছাএছাএীরা। আর সেই নিয়ম অনুসারে প্রত্যেক বছর বৃওি পরিক্ষা চলে তার অনুসারে ২০১৯ সালের বৃওি পরিক্ষার ফলাফল ঘোষনা করেন সংগঠনটি। ফলাফলে দিক দিয়ে সন্দ্বীপের সকল স্কুল দের মধ্যে ৪র্থ স্থান অর্জন করে প্রিয় কালাপানিয়া উচ্চ বিদ্যালয়। তাই বৃওি প্রাপ্ত সকল ছাএছাএীদের কে জানাই অভিনন্দন। এবং বিশেষ করে ধন্যবাদ জানাই কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক মহোদয়কে যাদের পরিশ্রমের মাধ্যমে এই ফলাফল অর্জন করে ইনশাআল্লাহ আপনাদের প্রচেষ্টায় সামনে আরো ভালো ফলাফল অর্জন করবে।