মাদকব্যবসায়ীকে ছাড়াতে সারারাত ডিবিতে এনসিপি নেতাসহ ববির দুই ছাত্রদল কর্মী
আব্দুল্লাহ আল মামুন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বরিশাল মেট্রোপলিটন ডিবির কার্যালয় থেকে এক মাদকব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে সারারাত ডিবি কার্যালয়ে কাটিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রদলকর্মী ও বরিশাল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা। তারা মাদকসহ আটক নজরুল ইসলাম নামের এক মাদকব্যবসায়ীকে নির্দোষ দাবি করে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ডিবি ঐ ব্যবসায়ীকে না ছাড়ায় তারা তিনজন সারারাত ডিবিতে কাটিয়েছেন বলে জানাগেছে।
গত বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বরিশাল মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে এই ঘটনা ঘটে। অভিযুক্ত এনসিপি নেতা হলেন বরিশাল জেলার যুগ্ম আহ্বায়ক এম এম সাইফুল মুন্সি এবং দুই ছাত্রদলকর্মী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম হোসেন স্বজন ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. মিথুন হাসান।
জানা গেছে, বরিশাল ডিবির অভিযানে নগরীর ২৪ নম্বর ওয়ার্ড থেকে নজরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে ৪২ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়। এদিকে রাত ১টার সময় স্বজল ,মিঠুন ও এনসিপির নেতা সাইফুল মুন্সিসহ মোট তিনজন ডিবি কার্যালয়ে প্রবেশ করে নজরুলকে ছেড়ে দেওয়ার দাবি জানায়। এসময় তারা দু’জন নিজেদেরকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পরিচয় দেন এবং সাথে থাকা আরেকজন এনসিপির নেতা পরিচয় দেন। তবে ডিবি কর্তৃপক্ষ নজরুলকে ছাড়তে রাজি না হলে কথা কাটাকাটি করেন এবং ডিবির প্রধানকে ফোন করার জন্য একাধিকবার চেষ্টা করেন। কিন্তু ডিবি প্রধানের সাথে তারা যোগাযেগ করতে পারেননি বলে জানা যায়। পরে স্বজলসহ ঐ তিনজন সারারাত ডিবি কার্যালয়ে অবস্থান করে আটককৃতকে ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরদিন বৃহস্পতিবার সকালে মাদক ব্যবসায়ী নজরুল ইসলামকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে ডিবি।
অভিযুক্ত ছাত্রদল কর্মী ইব্রাহিম হোসেন স্বজন বলেন, এনসিপির বরিশাল জেলার যুগ্ম আহ্বায়ক এম এম সাইফুল মুন্সি জানায় তার এক ভাইকে বরিশাল মেট্রোপলিটন ডিবিতে ধরে নিয়েছে এমন তথ্য শুনে রাত একটার দিকে ডিবিতে যায়। পরে গিয়ে জানতে পারি ইয়াবাসহ তাকে ডিবি পুলিশ আটক করে নিয়েছে। কিন্তু ডিবিতে গিয়ে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে কোন ধরনের হুমকি ধামকি দেয়নি বলে জানান স্বজন। অভিযুক্ত আরেক ছাত্রদলকর্মী মো. মিথুন হাসানকে একাধিকবার কল করলেও সাড়া মেলেনি।
অভিযুক্ত এনসিপির বরিশাল জেলার যুগ্ম আহ্বায়ক এম এম সাইফুল মুন্সিকেও ঘটনা জানার জন্য একাধিকবার কল করলেও কোন সাড়া পাওয়া যায়নি।
বরিশাল মেট্রোপলিটন ডিবির অফিসার ইনচার্জ এসআই সঞ্জয় কুমার বলেন, ১৮ সেপ্টেম্বর রাতে রূপাতলি এলাকা থেকে নজরুলকে মাদকসহ আটক করে ডিবিতে নিয়ে আসে। রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী এবং এনসিপির সাইফুল মুন্সি আমাদের অফিসে আসে এবং নজরুলকে ছেড়ে দিতে বলেন। আমরা না ছেড়ে দেয়ায় তারা সারারাত ডিবি অফিসে ছিলেন পরে সকালে চলে যান।