ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ থানার ওসিসহ ৮ জনকে বদলি

Share the post
মাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ও পরিদর্শক পর্যায়ে ব্যাপক রদবদল হয়েছে।রবিবার রাতে পুলিশ সুপার এহতেশামুল হক স্বাক্ষরিত এক চিঠিতে বদলির এই আদেশ দেওয়া হয়। ওই আদেশে অবিলম্বে সিদ্ধান্ত কার্যকর করার বিষয়টি জানানো হয়।
আদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দুইজন পুলিশ পরিদর্শককে জেলা অভ্যন্তরে বিভিন্ন থানায় বদলি ও একজন পুলিশ পরিদর্শককে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা করা হয়েছে।
আদেশে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেনকে পুলিশ পরির্দশক সদর কোর্ট, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল হাসানকে পুলিশ পরির্দশক সদর কোর্ট, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাককে পুলিশ পরিদর্শক (ডিএসবি),  নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলমকে আশুগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরীকে সরাইল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে
বদলি করা হয়েছে। এছাড়া নাসিরনগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে জেলা পুলিশ লাইন্সে লাইনওয়ার থাকা মুহাম্মদ আজাহারুল ইসলামকে, নবীনগর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলামকে ও বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: হাসান জামিল খানকে পদায়ন করা হয়েছে।
বদলির বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোঃ এহতেশামুল হক বলেন, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে তাদেরকে বদলি করা হয়েছে। বদলির এ অফিস আদেশ অবিলম্বে কার্যকর হবে। আশা করা যাচ্ছে বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ব্রাহ্মণবাড়িয়ার আটলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। 

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের তরুণ যুবকদের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ও উত্তীর্ণ সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ গ্রামের কেন্দ্রীয় খেলার মাঠে শাহরিয়ার আলম রানা ও জাবেদ ভূইয়ার যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণ মুরব্বি ইলিয়াস ভূইয়া,শিক্ষক রতি রঞ্জন […]

বিজয়নগরে এসিল্যান্ড ছাড়াই ৮মাস ধরে চলছে ভূমি অফিস

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দীর্ঘদিন ধরে এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) পদ শূন্য থাকায় থমকে গেছে নানা ভূমি সেবা কার্যক্রম। এতে দাপ্তরিক জটিলতার পাশাপাশি জনদুর্ভোগ চরমে উঠেছে। আটকে আছে নামজারি, খাজনা আদায়সহ বিভিন্ন কাজ; ফলে কমেছে সরকারি রাজস্ব আয়ও। কবে নতুন এসিল্যান্ড যোগ দেবেন—এ বিষয়ে নিশ্চিত নন কেউই।উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, […]