ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে স্বেচ্ছায় জবানবন্দি

Share the post

সরকারি পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার দু’জন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা সাব-ইন্সপেক্টর রনপ কুমার এ তথ্য জানান।শনিবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের আদালত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এই মামলার আরও চার আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বাড্ডা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তদন্ত কর্মকর্তা ৬ আসামিকে রিমান্ড শেষে আদালতে হাজির করলে দু’জন স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।স্বেচ্ছায় জবানবন্দি দেওয়া দুই আসামি হলেন- প্রশ্নফাঁসের মূলহোতা আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের আইসিটি টেকনিশিয়ান মুক্তারুজ্জামান রয়েল ও জনতা ব্যাংকের গুলশান শাখার কর্মকর্তা শামসুল হক শ্যামল।

কারাগারে পাঠানো অপর চার আসামি হলেন- জনতা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা এমদাদুল হক খোকন, সোহেল রানা, ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাবেদ জাহিদ ও পূবালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিলন।

ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় গত বুধবার (১০ নভেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাদেরকে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার জানান, পাঁচটি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে এক হাজার ৫১১ জন জনকে নিয়োগ দিতে ৬ নভেম্বর বিকালে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত ঢাকার বিভিন্ন কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার সিলেকশন কমিটির মাধ্যমে প্রশ্নপত্র তৈরি ও পরীক্ষা সম্পাদনের দায়িত্বে ছিল আহছানউল্লা ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি।

হাফিজ আক্তার বলেন, পরীক্ষার প্রশ্নফাঁস হবে- ৫ নভেম্বর রাতে এমন তথ্য আসে ডিবির কাছে। ডিবির টিমের সদস্যরা ছদ্মবেশে পরীক্ষার্থী সেজে ৬ নভেম্বর সকাল সাতটার দিকে প্রশ্নপত্রসহ উত্তর পাওয়ার জন্য চক্রের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। অগ্রীম টাকা পরিশোধের পর প্রশ্নপত্র ও উত্তরপত্রফাঁস চক্রের অন্যতম হোতা রাইসুল ইসলাম স্বপন ডিবির ছদ্মবেশী পরীক্ষার্থীকে নিয়ে যান। এরপর পরীক্ষার উত্তরপত্রসহ স্বপনকে হাতেনাতে আটক করা হয়।

৬ নভেম্বর পরীক্ষায় আসা প্রশ্নের সঙ্গে সকালে পাওয়া প্রশ্ন ও উত্তর হুবহু মিলে গেলে স্বপনের দেওয়া তথ্যের ভিত্তিতে রূপালী ব্যাংকের সাভার শাখার শ্রীনগর থেকে জানে আলম মিলনকে গ্রেপ্তার করা হয়।

 

 

 

প্রশ্নফাঁসের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইন ও পাবলিক পরীক্ষা আইনে ২৮ জনের বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

একই স্থানে তৃতীয় হত্যাকাণ্ড: আতঙ্কে সিরাজগঞ্জের শিয়ালকোলবাসী

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি : রহস্যে ঘেরা মঞ্জু মিয়া হত্যার ঘটনায় এলাকায় উদ্বেগ।ভোররাতের নিস্তব্ধতা ভেদ করে ক্ষুদ্র শিয়ালকোল গ্রামের পাকা রাস্তার পাশে মিলল এক যুবকের নিথর দেহ। চারদিকে রক্তের দাগ, পাশে পড়ে আছে মোটরসাইকেলটি। নিহতের নাম মঞ্জু মিয়া (৩৮)। তিনি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সরাইচন্ডী গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। বৃহস্পতিবার (৯ […]

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে মাদক কারবারী গ্রেফতার,ও গাঁজা উদ্ধার।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম ৭ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২:৫০ মিনিটে সদর থানাধীন বাসুদেব ইউনিয়নের বরিশল এলাকা থেকে ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে মোট দশ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকসহ আসামিকে উপস্থিত সাক্ষীদের সামনে যথাযথ প্রক্রিয়ায় জব্দ […]