ফ্যালকনের সাথে ক্রিমসনের নিয়ন্ত্রিত জয়,  এমপিএল ২০২৫-এ

Share the post

মোঃ নাজমুল হাসান ভূঁইয়া, মাভাবিপ্রবি প্রতিনিধি:মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজিত বহুল প্রতীক্ষিত Management Premier League (MPL) 2025-এর আজকের ম্যাচে মাঠে নামে দুই প্রতিদ্বন্দ্বী দল—ক্রিমসন ও ফ্যালকন। খেলাটি শুরু থেকেই উন্মাদনার জন্ম দিলেও শেষ পর্যন্ত ম্যাচটি একতরফা নিয়ন্ত্রণে রেখে সহজ জয় তুলে নেয় ক্রিমসন।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ফ্যালকন। শুরুটা ছিল আশাব্যঞ্জক। ইনিংসের প্রথম দিকেই কিছু চমৎকার বাউন্ডারির মাধ্যমে রান ওঠে দ্রুত। কিন্তু ইনিংসের মাঝপথে হঠাৎ করেই ব্যাটিং লাইনআপে ধস নামে। পরিকল্পনাহীন শট এবং নিয়মিত উইকেট পতনের ফলে শুরুতে পাওয়া গতি হারিয়ে ফেলে দলটি।

ক্রিমসনের নিয়ন্ত্রিত বোলিং এবং ধারাবাহিক ফিল্ডিং তৎপরতা ফ্যালকন ব্যাটসম্যানদের কোণঠাসা করে তোলে। শেষ পর্যন্ত ফ্যালকন দল নির্ধারিত ওভার শেষে তুলনামূলকভাবে কম রানেই থেমে যায়, যা প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেনি।

জবাবে ব্যাট করতে নেমে ক্রিমসন ব্যাটসম্যানরা শুরু থেকেই দেখান আত্মবিশ্বাস ও স্থিরতা। টপ অর্ডার ব্যাটাররা দ্রুত চার-ছয়ের মাধ্যমে স্কোরবোর্ড চালিয়ে নিতে থাকেন।

মাঝখানে কিছুক্ষণ প্রতিরোধ গড়ার চেষ্টা করে ফ্যালকনের বোলাররা। কয়েকটি উইকেট দ্রুত তুলে নেওয়ায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও, ক্রিমসন ব্যাটাররা ধৈর্য ধরে খেলেন এবং শেষ পর্যন্ত দৃঢ়তায় জয় নিশ্চিত করেন।

এই ম্যাচে বিশেষভাবে নজর কাড়ে ক্রিমসনের দলগত সংহতি ও একাগ্রতা। প্রত্যেক খেলোয়াড় নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন, যা একটি সফল দল গঠনের প্রমাণ।

ব্যাটিং ব্যর্থতা এবং পরিকল্পনার অভাব স্পষ্ট হয়ে ওঠে ফ্যালকনের পারফরম্যান্সে। এই হার তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে, বিশেষ করে টুর্নামেন্টে টিকে থাকতে হলে এখনই ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই।

MPL 2025-এর এই ম্যাচটি একদিকে যেমন প্রমাণ করল ক্রিমসনের দলীয় দক্ষতা, অন্যদিকে ফ্যালকনকে মনে করিয়ে দিল—ম্যাচ জিততে হলে পরিকল্পনা ও ধৈর্য দুই-ই থাকতে হয়। সামনে আরও উত্তেজনাপূর্ণ ম্যাচের অপেক্ষায় মাঠ ও মাঠের বাইরে উত্তাপ ছড়াচ্ছে মাভাবিপ্রবি ক্যাম্পাস।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

“সফলতা আসবেই, শুধু চেষ্টা করো”— ফরহাদ হোসেন

Share the post

Share the postমো. নাজমুল হাসান ভূঁইয়া, মাভাবিপ্রবি প্রতিনিধি:মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেক্সটাইল ক্লাবের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে এ সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ। সভাপতিত্ব […]

মাভাবিপ্রবিতে ‘মার্চ ফর মাকসু’ কর্মসূচি পালন

Share the post

Share the post মো. নাজমুল হাসান ভূঁইয়া, মাভাবিপ্রবি প্রতিনিধি:মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২১ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। […]