পলকের বাড়িতে ‘অস্থায়ী পুলিশ ক্যাম্প’ লেখা ব্যানার, যা বলছে পুলিশ

Share the post

নাটোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বাড়িতে পুলিশ ক্যাম্পের ব্যানার লাগিয়েছে সিংড়া থানা পুলিশ। পুলিশের দাবি- উত্তেজিত জনতার মব থেকে ভবনটি বাঁচাতে এ কৌশল গ্রহণ করা হয়ছিল। পরে ওই ভবন থেকে অস্থায়ী ক্যাম্পের ব্যানারটি সরিয়ে নেওয়া হয়েছে।

বাড়ি ভাঙার আশঙ্কা থেকে কৌশলগত কারণেই ব্যানারটির টাঙানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। 

 

বৃহস্পতিবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ছবি ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা শুরু হয়। ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রাতের অন্ধকারে দুই জন যুবক সিংড়া পৌরশহরের গোডাউনপাড়ায় অবস্থিত জুনাইদ আহমেদ পলকের তিন তলা বাড়ির দ্বিতীয় তলায় দুই বারান্দার গ্রিলের সাথে একটি ব্যানারের দড়ি বাঁধছেন। টাঙানো ব্যানারটিতে লেখা ছিল ‘অস্থায়ী পুলিশ ক্যাম্প, সিংড়া থানা, নাটোর।’

খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টার পর সিংড়া থানার কয়েকজন পুলিশের উপস্থিতিতে দুইজন যুবক পলকের বাড়ির দ্বিতীয় তলায় অস্থায়ী পুলিশ ক্যাম্প লেখা ব্যানার লাগিয়ে চলে যান। কিছুক্ষণ পর ঘটনাটি জানাজানি হলে উৎসুক লোকজন জড়ো হয়। পরদিন বুধবার সকালের কোনো এক সময় তা খুলেও ফেলা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক ঢাকা পোস্টকে বলেন, ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি ভাঙচুর করার পর আমাদের কাছে তথ্য এসেছে যে কোনো সময় রাজনৈতিক ট্যাগ দিয়ে ওই (জুনাইদ আহমেদ পলকের বাড়ি) বাড়িটি ভাঙ্গার পরিকল্পনা করতে পারে। এজন্য ওটা (ব্যানার) দিয়েছি, যাতে রক্ষা পায়।

পরে ব্যানারটি খুলে ফেলার কারণ জানতে চাইলে ওসি বলেন, আমরা শুধুমাত্র জানান দিলাম, আমরা আছি এখানে।এ বিষয়ে জানতে চাইলে পুলিশের রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সারোয়ার জাহান ঢাকা পোস্টকে বলেন, এ রকম একটি আশঙ্কা ছিল। সে হিসেবে তাৎক্ষণিকভাবে ওই নেওয়া হয়েছিল। এটি কৌশলগত বিষয় ছিল।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে ওই দিন বিকেলেই  সিংড়ার গোডাউনপাড়াস্থ পলকের তিন তলা বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সাতক্ষীরা দেবহাটায় মাছের ঘেরে তরমুজ চাষ, কৃষকের মুখে হাসি

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা দেবহাটা উপজেলায় নোনা পানির মিশ্র মাছের ঘেরের উপরে দূর থেকে দেখলে মনে হবে সবুজ পাতার ছায়ায় ঝুলছে রঙিন ফলের মালা। কাছে গেলে বোঝা যায়, এগুলো অসময়ের তরমুজ। নিচে মিঠে ও লোনা পানির মিশ্র ঘেরে মাছের খেলা। ওপরে মাচায় ঝুলছে সুপ্রিম হানি, তৃপ্তি, ব্ল্যাক বেবি, সুগারকুইন আর […]

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন

Share the post

Share the postমো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার […]