

সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোণায় মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) দুপুর ২টায় জেলা প্রেসক্লাবের সামনে নেত্রকোণার সচেতন ছাত্র ও যুব সমাজের আয়োজনে সর্বস্তরের জনগণ এ মানববন্ধনে অংশ নেন।
নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর সঞ্চালনায় ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হোসেন রুবেলের সভাপতিত্বে এসময় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী, ইন্টার্ন চিকিৎসক সাম্মী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেত্রকোনা জেলা শাখার সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রেজুয়ান খান হৃদয়, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান,সাদনাম পাপ্পু, ডাঃ মাজহারুল আমীন, রুবেল, তানভীর, শরীফুল, আলম খান ও কেন্দ্রীয় নাগরিক পার্টির সদস্য মোঃ ফাহিম রহমান খান পাঠান প্রমূখ।
এসময় উক্ত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে জানা যায় নেত্রকোনা মেডিকেল কলেজ ২০১৯ সালে ৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩৭৯ জন। তবে এখনো কলেজটির নিজস্ব ক্যাম্পাস নির্ধারণ হয়নি। ফলে শিক্ষা কার্যক্রম চলছে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের একটি অংশে।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে জানা যায় নতুন প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা মেনে নিয়েই শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তবে সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে বিষয়ভিত্তিক শিক্ষক-স্বল্পতা ও ক্লিনিক্যাল প্রশিক্ষণের ঘাটতি, যা শিক্ষার্থীদের হতাশ করছে। নেত্রকোনার জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মেডিকেল কলেজ অনুমোদন পেলেও অজানা কারণে এটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না এবং দ্রুত সময়ের মধ্যে নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার দাবি জানান তারা। এসময় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এদিকে জানা যায় অন্তবর্তী সরকার দেশের ছয়টি মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্ত নিতে পারে—এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে এর প্রতিবাদে বুধবার এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
Releated

নেত্রকোনায় ব্যবসায়ীকে কুপানো সদ্য বহিস্কৃত সেই যুবদল নেতার বিরুদ্ধে মামলা
Share the postসোহেল খান দূর্জয় নেত্রকোনা : বেআইনি জনতাবদ্ধে হত্যা করার উদ্দেশ্যে মারপিট, গুরুতর জখমসহ চুরি, চাঁদা দাবি আদায় ও ভীতি প্রদর্শনের অপরাধে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব পদ থেকে সদ্য বহিস্কৃত সেই মো. ফয়সাল আহমেদ খোকনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী মো. জসীম উদ্দীন নিজে বাদী হয়ে ফয়সাল আহমেদ খোকনকে প্রধান আসামিসহ ১০ […]
by News_Editor

দুর্গাপুরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত, সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই
Share the postদুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শওকত মিয়া (২৭) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। ছিনতাইকারীরা তাঁর ব্যাগে থাকা নগদ সাড়ে ৫ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুরের সাদামাটির পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত শওকত […]
by News_Editor