নরসিংদীতে পৃথক অভিযানে বিএনপি ও আ.লীগের দুইনেতা গ্রেফতার
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল ও রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুস ছাত্তারকে পৃথক মামলায় গ্রেফতার করেছে নরসিংদী জেলা পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ও নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক পৃথকভাবে গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুন পলাশে বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে স্থানীয় ছাত্রদলের একনেতা গুলিবিদ্ধ সহ তিনজন গুরুত্বর আহত হয়্। এঘটনায় উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেন। একপক্ষের করা মামলায় বৃহস্পতিবার ভোরে ঢাকা মহানগর দক্ষিণ থানা এলাকার একটি প্রাইভেট হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।
অপর আরেক অভিযানে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং নরসিংদী-৫ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ রাজিউদ্দিন আহমেদ রাজুর ব্যক্তিগত সহচর ও অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত হাজী আব্দুস ছাত্তারকে (৭০) বৃহস্পতিবার ভোরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নরসিংদী মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাদের অর্থ যোগানের মূলহোতা। এছাড়াও তিনি সাবেক এমপি রাজিউদ্দিন আহমেদ রাজুর একনিষ্ঠ সহচর ছিলেন এবং রাজনৈতিক পরিচয়ে প্রভাব বিস্তার করে বিভিন্ন অপকর্ম করে বেড়াতেন।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত হাজী আব্দুস ছাত্তার জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাদের পিছনে অর্থ ব্যয় ও যোগান দিয়েছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের প্রমান পাওয়া গেছে। ৫ আগষ্টের পর থেকে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।
পরে গ্রেফতারকৃত দুই নেতাকে আইনী প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছিল।