

মির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁয় কৃষি জমিতে হালচাষ করার সময় বজ্রপাতে মারুফ হোসেন (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ মৃত্যুর ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১১জুলাই) বিকেল সারে ৫ টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার পীরপুর গ্রামের মাঠে। নিহত মারুফ হোসেন পীরপুর গ্রামের হারুন এর ছেলে। স্থানিয় সুত্র জানা যায়,ঘটনার সময় বৃহস্পতিবার বিকেলে নিহত মারুফ হোসেন মাঠে জমিতে হাল চাষের কাজ করছিলেন।এ সময় হঠাৎ আকাশ থেকে পড়া বজ্রপাতে মারুফ হোসেন এর মর্মান্তিক ভাবে মৃত্যু হয়। মারুফ হোসেন এর মৃত্যুর ঘটনায় তার পরিবার ও স্বজন সহ এলাকার লোকজনের মাঝে নেমে এসেছে শোকের ছাঁয়া।