দুর্গাপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালিত
তোবারক হোসেন খোকন, দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ‘‘এসো শ্যামল সুন্দর’’ এই প্রতিপাদ্যে বাংলা সাহিত্যের ধারক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়—ী পালিত হয়েছে। সর্বস্তরের অংশগ্রহনে বৃহস্পতিবার সন্ধ্যায় সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের আয়োজনে এ জন্মজয়ন্তী পালিত হয়।
এ উপলক্ষে কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে কবি বিদ্যুৎ সরকারের সঞ্চালনায়, সাহিত্য পরিষদের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট মানেশ চন্দ্র সাহা। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির সাবেক পরিচালক শরদিন্দু সরকার স্বপন, সাবেক কালচারাল অফিসার সুলোচনা সাহা, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, কবি লোকান্ত শাওন, সমাজসেবক ইয়াহিয়া প্রমুখ।
আলোচনা শেষে কবি শফিউল আলম স্বপনের পরিচালনায় বিভিন্ন সংগঠনের শিল্পীরা নাচ, গান ও কবিতা আবৃত্তির মধ্যদিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
বক্তারা বলেন, বর্তমানে ফেসবুকে আসক্তের হাত থেকে যুবসমাজ কে ফিরিয়ে আনতে সংস্কৃতি র্চ্চার কোন বিকল্প নাই। একজন শিল্পী কখনো বি-পথে যেতে পারেনা। রবীন্দ্র নাথের সাহিত্য, গান ও প্রায় সকল গল্পেই মানবতার কথা বলা হয়েছে। ওই মানবতার বিষয় নিয়ে কবিতা ও গল্প গুলো সকল শিক্ষার্থীদের জানাতে ও পড়তে আগ্রহ বাড়ানোর জন্য সকলকে আহবান জানানো হয়।