দুর্গাপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে, উপজেলা পরিষদ চত্ত¦রে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলায় অংশ নিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক কৃষাণীরা তাদের বাগানের ফল ও ফলদ চারা নিয়ে স্বতঃস্ফুর্ত ভাবে অংশ গ্রহন করেন। ফলদ মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এসময় কৃষি সম্প্রসারণ অফিসারগণ আগত দর্শনার্থীদের বিভিন্ন দেশী প্রজাতির ফলের সাথে পরিচয় করিয়ে দেন।

 

প্রধান অতিথি বলেন, বাংলাদেশের মতো এতো বৈচিত্র্য রকমের ফল বিশে^র আর কোন দেশেই নেই। মেলা থেকে কৃষি অফিসের পরামর্শ মোতাবেক, বেশি করে দেশীয় ফলের গাছ লাগােেনার পরামর্শ দেন। একজন সুস্থ মানুষের প্রতিদিন ৬০ থেকে ৭০ গ্রাম ফল খাওয়া দরকার। তাই সকলের বাড়ির আশ পাশে. বেশি করে দেশীয় ফলের গাছ লাগানোর আহবান জানান তিনি।

 

এ সময় উপজেলা কৃষি অফিসার (ভার:) রায়হানুল হক, শিক্ষা অফিসার বজলুর রহমান, সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর, উপ-সহকারী কৃষি অফিসারগণ, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান, তিন রেস্টুরেন্টে ১৫ হাজার টাকা জরিমানা।

Share the post

Share the postমো হিমেল মিয়া,মনোহরদী, নরসিংদী : সুস্থ্য জীবনের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আজ ০৮ অক্টোবর ২০২৫ ইং বিকাল ৪টায় নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মনোহরদী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন সম্মানিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ সজিব মিয়া।খাদ্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় […]

চেকপোস্টে ১৭১ রোহিঙ্গাকে আটক করল বিজিবি,পাঠানো হয়েছে ক্যাম্পে

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ক্যাম্প ছেড়ে রোহিঙ্গাদের অবাধে বাইরে ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর অবস্থানে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।মঙ্গলবার (০৭ অক্টোবর) ৭ ঘন্টায় বিশেষ অভিযানে অস্থায়ী চেকপোস্টে ১৭১ রোহিঙ্গাকে আটক করে বিজিবি। পরে তাদেরকে স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের […]