দুর্গাপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে, উপজেলা পরিষদ চত্ত¦রে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলায় অংশ নিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক কৃষাণীরা তাদের বাগানের ফল ও ফলদ চারা নিয়ে স্বতঃস্ফুর্ত ভাবে অংশ গ্রহন করেন। ফলদ মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এসময় কৃষি সম্প্রসারণ অফিসারগণ আগত দর্শনার্থীদের বিভিন্ন দেশী প্রজাতির ফলের সাথে পরিচয় করিয়ে দেন।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশের মতো এতো বৈচিত্র্য রকমের ফল বিশে^র আর কোন দেশেই নেই। মেলা থেকে কৃষি অফিসের পরামর্শ মোতাবেক, বেশি করে দেশীয় ফলের গাছ লাগােেনার পরামর্শ দেন। একজন সুস্থ মানুষের প্রতিদিন ৬০ থেকে ৭০ গ্রাম ফল খাওয়া দরকার। তাই সকলের বাড়ির আশ পাশে. বেশি করে দেশীয় ফলের গাছ লাগানোর আহবান জানান তিনি।
এ সময় উপজেলা কৃষি অফিসার (ভার:) রায়হানুল হক, শিক্ষা অফিসার বজলুর রহমান, সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর, উপ-সহকারী কৃষি অফিসারগণ, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।