

নূর আলম,দুর্গাপুর,নেত্রকোণা:নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় ঐতিহাসিক কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বর্তমান ও সাবেক ছাত্রনেতাসহ ছাত্র-যুব সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক কমরেড ডা. দিবালোক সিংহ। তিনি বলেন, “বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ছাত্র সমাজই দেশের ভবিষ্যৎ। তাদের দায়িত্বশীল ভূমিকা দেশকে এগিয়ে নিতে পারে।”
বিশেষ অতিথি হিসেবে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ইফতারের পরবর্তী সময়ে বক্তারা ছাত্র রাজনীতির বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতাকর্মী, সাবেক ও বর্তমান ছাত্রনেতারা ছাড়াও দুর্গাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।