দুর্গাপুরে ছাত্রদলের অবস্থান কর্মসুচী ও কালোব্যাজ ধারণ
তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী ও এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকারীদের দ্রæত বিচার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে সুসং সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রদল শাখার আয়োজনে কালোব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সর্বস্তরের অংশগ্রহনে এ কর্মসুচী পালিত হয়।অবস্থান কর্মসুচীতে ছাত্রদল নেতরা বলেন, ৫ আগস্টের পর সব জায়গায় ছাত্রদলের নেতাকর্মীরা খুন হচ্ছে, মামলা খাচ্ছে। অন্য কোনো দলের নেতাকর্মীদের উপর এতো হামলা জচ্ছে না। বুকের রক্ত দিচ্ছে না। এর পরেও বর্তমান সরকার কেনো দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমাদের নেতাকর্মীদের উপর অন্যায় ভাবে হামলা হলে আমরা আর চুপ থাকবো না। আমরা সাম্য হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই। সেইসাথে ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করছি।কর্মসূচিতে অন্যদের মাঝে, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহŸায়ক নিরঞ্জন দেবনাথ, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব নুরুজ্জামান জনি, কলেজ ছাত্রদল নেতা, আরিফুল ইসলাম আরিফ, মো রুবেল হোসাইন, মোবারক মিয়া, সৈকত সরকার, আশরাফুল ইসলাম জনি, তানভির সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।