দুর্গাপুরে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ
তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃআদিবাসী ও পিছিয়েপড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সুবিধা বঞ্চিত মানুষদেরকে নিয়ে সারাদেশে কাজ করে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা দু:স্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। অন্যান্য কর্মসুচীর মধ্যে নেত্রকোণার দুর্গাপুরে রয়েছে তিনমাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ। শুক্রবার (০২ মে) দুপুরে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে ৪৫জন আদিবাসী শিক্ষার্থীদের মাঝে এ কর্মসুচীর সনদপত্র বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন ডিএসকে’র নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ।
তিনমাস মেয়াদি প্রশিক্ষণে ৩৬টি সেশনের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণে অংশগ্রহণ করেন আদিবাসী শিক্ষিত বেকার যুবক-যুবতী। ইতিমধ্যে তিনটি ব্যাচে ৩২ জন মেয়ে ও ১৩ জন ছেলেসহ মোট ৪৫ জন প্রশিক্ষণ গ্রহন করে উত্তীর্ণ হয়ে সার্টিফিকেট অর্জন করেছে।
এরই ধারাবাহিকতায় আদিবাসী বেকার যুবক যুবতীদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে ২০২৪ সাল থেকে নেত্রকোণার দুর্গাপুরে ডিএসকে কতৃক পরিচালিত হচ্ছে আদিবাসী কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার। এখানে ভর্তি বা প্রশিক্ষণ গ্রহণ করতে লাগে না কোন টাকা। সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণপ্রহণ করেন আদিবাসী শিক্ষিত বেকার যুবক-যুবতী ও কলেজ পড়–য়া শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন, ডিএসকে’র সহকারী পরিচালক শামছুল আলম খান, কম্পিউটার ট্রেনিং সেন্টার এর ব্যবস্থাপক মোরশেদ আলম, কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরের তত্ত¡াবধায়ক আলকাছ উদ্দিন মীর, ডিএসকে কৈশোর কর্মসূচির কর্মকর্তা দিলীপ কুমার ঘোষ, ডিএসকে আদিবাসী নারী হোস্টেলের হোস্টেল সুপার চিনু রেমা, কম্পিউটার প্রশিক্ষক নুরে আলম সিদ্দিকী প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ডিএসকে সব সময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে কাজ করছে। আদিবাসীরা আমাদের সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তাদের জীবনমান উন্নয়নে সংস্থার পক্ষ থেকে আমরা কাজ করে যাচ্ছি। আদিবাসী শিক্ষিত বেকার যুবক-যুবতীরা কম্পিউটার প্রশিক্ষণ কোর্স শেষ করে দেশের দক্ষ জনশক্তিতে পরিণত হবে এ কামনাই করি। আলোচনা শেষে, প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।