দীর্ঘ ষোল বছর পর অনুষ্ঠিত হলো বিএনপি’র সম্মেলন

Share the post

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে দীর্ঘ ষোল বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর উপজেলা ও পৌর কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৮জুন) সকাল ১১টায় স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ের নেত্রীবৃন্দের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

এ সময় সম্মেলন উদ্বোধন করেন, জেলা বিএনপি‘র আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। উদ্বোধন শেষে, উপজেলা বিএনপি‘র আহবায়ক মো. জহিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে এবং পৌর বিএনপি‘র সদস্য সচিব মো. হারেজ গণি‘র সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি‘র জাতীয় নির্বাহী কমিটি, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটি, ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপি‘র সদস্য ড. রফিকুল ইসলাম হেলালী, জেলা বিএনপি‘র যুগ্ন আহবায়ক, এডভোকেট মো. মাহফুজুল হক, মো. মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র সদস্য সচিব আব্দুল আওয়াল, পৌর বিএনপি‘র আহবায়ক আতাউর রহমান ফরিদ প্রমুখ।

 

আলোচনা শেষে কাউন্সিলের মাধ্যমে মো. জহিরুল আলম ভুইয়া কে উপজেলা বিএনপি‘র সভাপতি ও মো. আব্দুল আওয়াল কে সাধারণ এবং আতাউর রহমান ফরিদ কে পৌর বিএনপি‘র সভাপতি এবং মো. হারেজ গণিকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়। আগামী কয়েকদিনের মধ্যে উপজেলা ও পৌর বিএনপি‘র পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান উপজেলা বিএনপি‘র নব-নিবাচিত সভাপতি জহিরুল আলম ভুইয়া।

 

উল্লেখ্য: ইতোমধ্যে দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়নে বিএনপি‘র কমিটি গঠন করা হয়েছে। পৌর বিএনপি‘র সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছিলেন মো. হারেজ গণি। দীর্ঘ ১৬ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হওয়ায়, বিএনপি সমর্থিত সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সাতক্ষীরা তালায় সুপারি বাগানে মিললো বৈদ্য নাথের মরদেহ

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজন সাহা বাজার সংলগ্ন নাথপাড়ায় প্রবীণ পাট ব্যবসায়ী বৈদ্য নাথ (৮০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে পাশের বাড়ির সুব্রত মল্লিকের সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রতিবেশী মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাতে বৈদ্য নাথ ভাত খেয়ে কোনো […]

শাহজাদপুরে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন

Share the post

Share the postমো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি: “আমি কন্যা শিশু স্বপ্নগড়ি, দেশের কল্যাণে কাজ করি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় […]